Durga Puja 2021: ক্লাবের দুয়ারে দুর্গা! টাকা না থাকলেও পুজো হবে, পাশে চোরবাগান সর্বজনীন

Last Updated:

দুয়ারে দুর্গা। চোরবাগান সর্বজনীনের তৈরি প্রতিমা পৌঁছে যাবে অন্য ক্লাবের দুয়ারে (Durga Puja 2021)।

ক্লাবের দুয়ারে দুর্গা! টাকা না থাকলেও পুজো হবে, পাশে চোরবাগান সর্বজনীন
ক্লাবের দুয়ারে দুর্গা! টাকা না থাকলেও পুজো হবে, পাশে চোরবাগান সর্বজনীন
#কলকাতা: দুয়ারে দুর্গা। চোরবাগান সর্বজনীনের তৈরি প্রতিমা পৌঁছে যাবে অন্য ক্লাবের দুয়ারে (Durga Puja 2021)। লটারির মাধ্যমে নির্বাচন করা হয়েছে পুজো উদ্যোক্তাদের। চোর বাগানের মণ্ডপ এখন আরেক কুমোরটুলি (Chorbagan Sarbojonin)। সবাই দেখে বলছেন, চোরবাগানের পুজো মণ্ডপ নাকি কুমোরটুলি ((Durga Puja 2021))। চলছে কর্মযজ্ঞ। নয় নয় করে তেরোটি প্রতিমা তৈরি হচ্ছে। একই ডিজাইন একই আদলে একই জায়গায় ((Durga Puja 2021))। নিজেদের প্রতিমার পাশাপাশি অন্যদেরও। এও এক সামাজিক উদ্যোগ। পোশাকি নাম দশাঙ্গনে দশভুজা। প্রতিমা তৈরির দায়িত্বে শিল্পী বিমল সামন্ত।
চোরবাগান সর্বজনীনের দুর্গা। চোরবাগান সর্বজনীনের দুর্গা।
টাকা না থাকলে পুজো নয় এমন হবে না। পাশে চোরবাগান সর্বজনীন (Chorbagan Sarbojonin)। যে পুজো কমিটিগুলো আবেদন করেছিল তাদের থেকেই লটারি করেই বেছে নেওয়া দশটি ক্লাবকে। ১০১ টাকার বিনিময়ে এক-একটি প্রতিমা দিচ্ছে চোরবাগান সর্বজনীন (Chorbagan Sarbojonin)।
advertisement
চলছে প্রস্তুতি... চলছে প্রস্তুতি...
advertisement
মণ্ডপের ভিতর যেন কুমোরটুলি। মণ্ডপের ভিতর যেন কুমোরটুলি।
কী এই দশাঙ্গনে দশভুজা? লটারীতে নির্বাচিত ১০ টি পুজো কমিটি হল, ১) ফ্রেন্ডস অ্যান্ড অ্যাসোসিয়েশন, ২) সারথী, ৩) বেলেঘাটা নবালয় সংঘ ক্লাব, ৪) আচার্য প্রফুল্লচন্দ্র ক্লাব, ৫) মধ্য কলকাতা বিশ্বকল্যাণ সর্বজনীন, ৬) মা আগমনী সংঘ, ৭) আদি কাম্বুলিটোলা ও শ্যামবাজার স্ট্রিট সর্বজনীন দুর্গৎসব, ৮) ভবানীপুর কিশোর সংঘ, ৯) দুর্গাপুজা বিএল ব্লক কমিটি, ১০) বেলেঘাটা সরকার বাজার বিবেকানন্দ সংঘ। এছাড়াও তিনটি বিশেষ পুজো উদ্যোগকে দেওয়া হচ্ছে প্রতিমা। আরো তিনটে ক্লাবকে আর্থিক সাহায্য। বিশেষভাবে নির্বাচিত পুজোগুলি হল, ১) কলকাতার যৌনপল্লি এলাকার দুর্বারের পুজো, ২) মেদিনীপুরের ক্লাব ভীমেশ্বরী যুব ছাত্র সংঘ, ৩) ২৮ নং পল্লি মহিলাবৃন্দ।
advertisement
এছাড়া যে সকল পুজো ১০০০১/- টাকা করে পেলেন, তারা হল-- ১) পানশিলা সর্বজনীন দুর্গোৎসব কমিটি, ২) তালবাগান আদিবাসীবৃন্দ, ৩) ২১ নং কালচারাল অ্যাসোসিয়েশনের। আসলে, চোরবাগান সর্বজনীনের এবারের উদ্দেশ্য, সকলের জন্য উত্সব। সকলের দুয়ারে দুর্গা। তাই পুজোর আগে এখন জোরকদমে চলছে প্রস্তুতি।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Durga Puja 2021: ক্লাবের দুয়ারে দুর্গা! টাকা না থাকলেও পুজো হবে, পাশে চোরবাগান সর্বজনীন
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement