West Bengal News: সোনার ডেলিভারি করতে এসে সোনা'ই চুরি, তারপর সোজা রাজস্থান! এ কী কাণ্ড সল্টলেকে

Last Updated:

West Bengal News: সল্টলেকের এফসি ব্লকের বাসিন্দা এক ব্যক্তি গত ২৮ মার্চ বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ করেন যে বড়বাজার এলাকার একটি সোনার দোকানে সোনার গয়না তিনি অর্ডার করেন।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
#কলকাতা: সোনার ডেলিভারির নামে চুরি, গ্রেফতার ডেলিভারি বয়। সল্টলেকে ডেলিভারি করতে এসে চুরির ঘটনাটি ঘটে বলে অভিযোগ। অভিযুক্ত পবন কুমার মিশ্রকে গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।
সল্টলেকের এফসি ব্লকের বাসিন্দা এক ব্যক্তি গত ২৮ মার্চ বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ করেন যে বড়বাজার এলাকার একটি সোনার দোকানে সোনার গয়না তিনি অর্ডার করেন। ১৬ এপ্রিল সেই গহনা তার বাড়িতে ডেলিভারি করতে আসে পবন কুমার মিশ্র নামের ডেলিভারির এক যুবক। তবে সেই সময় ডেলিভারি পার্সেলের প্যাকেট ছেঁড়া দেখে সন্দেহ হয় ওই ব্যক্তির। সেই সময় তিনি দোকানে বিষয়টি জানিয়ে প্রোডাক্টটি ফেরত পাঠিয়ে দেন।
advertisement
advertisement
তবে দোকান মালিকের দাবি ডেলিভারির ছেলেটি যখন দোকানে ফেরে তখন সে জানায় গ্রাহক পর্সেলটি নিয়ে নিয়েছেন। পরে ফোন করে দোকানদার জানতে পারে ডেলিভারি ফেরত পাঠিয়েছেন গ্রাহক। এরপর তাকে আবারও জিজ্ঞাবাদ করলে পবন জানায় বাসে যাতায়াত করার সময় পার্সেল চুরি হয়ে গেছে। এরপর থেকেই দোকানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে কলকাতা ছেড়ে রাজস্থান পালিয়ে যায় ওই অভিযুক্ত।
advertisement
অবশেষে ওই অভিযুক্ত কলকাতায় ফিরেছে খবর পেয়ে দোকানের মালিক তাকে নিয়ে সল্টলেকের এফ সি ব্লকের বাড়িতে গিয়ে বিষয়টি জানতে পারেন। এরপরই দোকানের মালিক বিধাননগর দক্ষিণ থানার দ্বারস্থ হয়। পুলিশ অভিযুক্ত পবন কুমার মিশ্রকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, পবন সেই সোনার গহনা চুরি করে পালিয়ে যায়। আজ অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হবে। পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর। সে সেই সোনা কাকে বিক্রি করেছে সেই বিষয়ে তদন্ত করছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal News: সোনার ডেলিভারি করতে এসে সোনা'ই চুরি, তারপর সোজা রাজস্থান! এ কী কাণ্ড সল্টলেকে
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement