Anubrata Mondal: ফের নতুন চাপে অনুব্রত মণ্ডল, হাই কোর্টে দায়ের আরও এক মামলা! এবার কী বিষয়?

Last Updated:

Anubrata Mondal: কীভাবে একটি রাজনৈতিক দলের জেলা সভাপতি লালবাতি গাড়ি চড়ে কলকাতা আসেন, সেই প্রশ্ন তুলে মামলা হয়েছে হাই কোর্টে।

অনুব্রত মণ্ডলের চাপ বাড়ল
অনুব্রত মণ্ডলের চাপ বাড়ল
#কলকাতা: আরও এক মামলার মুখে অনুব্রত মণ্ডল। এবার তৃণমূলের বীরভূম জেলা সভাপতির বিরুদ্ধে লালবাতি চড়া গাড়ি নিয়ে মামলা দায়ের হল। কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। কীভাবে একটি রাজনৈতিক দলের জেলা সভাপতি লালবাতি গাড়ি চড়ে কলকাতা আসেন, সেই প্রশ্ন তুলে মামলা হয়েছে হাই কোর্টে।
মামলাকারী আইনজীবী তথা বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি মামলা সূত্রে বলেন, পুলিশের নজরদারি সারা রাজ্যে কোথায়? সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে কী পদক্ষেপ রাজ্যের। লালবাতি গাড়ি নিয়ে রাজ্যের অবস্থান জানতে চেয়ে জনস্বার্থ মামলা করা হল। আগামী সপ্তাহে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে শুনানির সম্ভাবনা।
advertisement
advertisement
এদিকে, একের পর এক তলব এড়ানোর পর এবার অনুব্রত মণ্ডলের পাসপোর্ট চেয়ে পাঠাল সিবিআই। গোয়েন্দা সংস্থার তরফে আধার, প্যান ও এপিক কার্ডও চেয়ে পাঠানো হয়েছে। বাকি নথিগুলি জমা দিলেও পাসপোর্ট জমা দেননি অনুব্রত। সিবিআইকে তিনি জানিয়েছেন, তাঁর কোনও পাসপোর্ট নেই। সিবিআইয়ের আশঙ্কা, জেরা এড়াতে বিদেশেও পালাতে পারেন বীরভূমের অনুব্রত মণ্ডল। সেজন্য তাঁর পাসপোর্ট চেয়ে পাঠান গোয়েন্দারা। কিন্তু অনুব্রতর দাবি, তাঁর কোনও পাসপোর্ট নেই।
advertisement
এর পরই ভারতীয় বিমানপত্তন প্রাধিকরণ ও অভিবাসন দফতরকে বিমানবন্দরে অনুব্রতর গতিবিধির ওপর নজর রাখতে নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। কোনও ভাবে অনুব্রত মণ্ডল বিদেশের কোনও বিমানে ওঠার চেষ্টা করলে সরাসরি তা সিবিআইকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Anubrata Mondal: ফের নতুন চাপে অনুব্রত মণ্ডল, হাই কোর্টে দায়ের আরও এক মামলা! এবার কী বিষয়?
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement