Anubrata Mondal: ফের নতুন চাপে অনুব্রত মণ্ডল, হাই কোর্টে দায়ের আরও এক মামলা! এবার কী বিষয়?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Anubrata Mondal: কীভাবে একটি রাজনৈতিক দলের জেলা সভাপতি লালবাতি গাড়ি চড়ে কলকাতা আসেন, সেই প্রশ্ন তুলে মামলা হয়েছে হাই কোর্টে।
#কলকাতা: আরও এক মামলার মুখে অনুব্রত মণ্ডল। এবার তৃণমূলের বীরভূম জেলা সভাপতির বিরুদ্ধে লালবাতি চড়া গাড়ি নিয়ে মামলা দায়ের হল। কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। কীভাবে একটি রাজনৈতিক দলের জেলা সভাপতি লালবাতি গাড়ি চড়ে কলকাতা আসেন, সেই প্রশ্ন তুলে মামলা হয়েছে হাই কোর্টে।
মামলাকারী আইনজীবী তথা বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি মামলা সূত্রে বলেন, পুলিশের নজরদারি সারা রাজ্যে কোথায়? সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে কী পদক্ষেপ রাজ্যের। লালবাতি গাড়ি নিয়ে রাজ্যের অবস্থান জানতে চেয়ে জনস্বার্থ মামলা করা হল। আগামী সপ্তাহে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে শুনানির সম্ভাবনা।
advertisement
advertisement
এদিকে, একের পর এক তলব এড়ানোর পর এবার অনুব্রত মণ্ডলের পাসপোর্ট চেয়ে পাঠাল সিবিআই। গোয়েন্দা সংস্থার তরফে আধার, প্যান ও এপিক কার্ডও চেয়ে পাঠানো হয়েছে। বাকি নথিগুলি জমা দিলেও পাসপোর্ট জমা দেননি অনুব্রত। সিবিআইকে তিনি জানিয়েছেন, তাঁর কোনও পাসপোর্ট নেই। সিবিআইয়ের আশঙ্কা, জেরা এড়াতে বিদেশেও পালাতে পারেন বীরভূমের অনুব্রত মণ্ডল। সেজন্য তাঁর পাসপোর্ট চেয়ে পাঠান গোয়েন্দারা। কিন্তু অনুব্রতর দাবি, তাঁর কোনও পাসপোর্ট নেই।
advertisement
এর পরই ভারতীয় বিমানপত্তন প্রাধিকরণ ও অভিবাসন দফতরকে বিমানবন্দরে অনুব্রতর গতিবিধির ওপর নজর রাখতে নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। কোনও ভাবে অনুব্রত মণ্ডল বিদেশের কোনও বিমানে ওঠার চেষ্টা করলে সরাসরি তা সিবিআইকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 29, 2022 12:26 PM IST