অন্ন যোজনা প্রকল্পের মেয়াদ বৃদ্ধির দাবি! প্রধানমন্ত্রীকে চিঠি সৌগতর

Last Updated:

আগামী ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে এই প্রকল্পের মেয়াদ।

#রাজীব চক্রবর্তী, নয়াদিল্লি: প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার মেয়াদ বৃদ্ধির দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়। একই চিঠি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংকেও পাঠিয়েছেন তিনি। আগামী ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে এই প্রকল্পের মেয়াদ। আরও অন্তত ৬ মাস এই প্রকল্পের মেয়াদ বৃদ্ধির দাবি জানিয়েছেন তিনি।
চিঠিতে সৌগত রায় উল্লেখ করেছেন, "করোনার প্রভাব থেকে এখনও মুক্ত হননি গ্রামের গরীব মানুষরা। অতিমারিতে তাঁদের যে আর্থিক ক্ষতি হয়েছে, এখনও সেই ধাক্কা সামলে উঠতে পারেননি তাঁরা। ফলে এখনই এই প্রকল্প বন্ধ করা ঠিক হবে না।"
প্রসঙ্গত উল্লেখ্য, গরীব কল্যাণ অন্ন প্রকল্পের মেয়াদ বৃদ্ধির দাবি জানিয়ে গত ১৩ আগস্ট চিঠি দিয়েছিলেন সৌগত রায়। লোকসভার সাংসদের পাশাপাশি সৌগত রায় অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের মুখ্য উপদেষ্টা। তার আগেও ডিলার্স ফেডারেশন এবং তৃণমূলের তরফে প্রধানমন্ত্রী গরীব কল্যাণ প্রকল্পের মেয়াদ বৃদ্ধির জানানো হয়েছিল।
advertisement
advertisement
এই প্রকল্পের আওতায় প্রতিটি নাগরিককে ৫ কেজি করে খাদ্যশষ্য এবং রেশকার্ডধারীদের ভর্তুকির মূল্যে রেশন দেওয়া হয়। গত জুলাই মাসে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের খরচ সম্পর্কিত দফতরের তরফে পাঠানো একটি নোটে এই প্রকল্প বন্ধ করার সুপারিশ করা হয়। সেখানে বলা হয়,  সরকারের বর্তমান আর্থিক পরিস্থিতির কথা বিবেচনা করে গরীব কল্যাণ অন্ন যোজনার মেয়াদ সেপ্টেম্বরের পর আর বৃদ্ধি করা যাবে না।
advertisement
দেশের প্রায় ৮০ কোটি ৩৫ লক্ষ মানুষকে গরীব কল্যাণ অন্ন প্রকল্পের সুবিধা প্রদান করা হয়। এখনও পর্যন্ত মোট ৮ বার এই প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।
advertisement
সৌগতর দাবি, যদি বিনামূল্যে রেশন দেওয়া সম্ভব না হয়, অন্তত জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পে যে অল্প দামে খাদ্যশষ্য দেওয়া হয়ে থাকে, সেটা অন্তত চালু থাকুক। এই প্রকল্প আরও ৬ মাস চালু রাখার দাবি জানিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
অন্ন যোজনা প্রকল্পের মেয়াদ বৃদ্ধির দাবি! প্রধানমন্ত্রীকে চিঠি সৌগতর
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement