Rocket Launcher attack in Punjab: পঞ্জাবের থানায় রকেট লঞ্চার হামলা, নেপথ্য়ে খলিস্তানি জঙ্গিরা? দেখুন ভিডিও

Last Updated:

গত ৯ মে মোহালিতে পঞ্জাব পুলিশের গোয়েন্দা বিভাগের সদর দফতরেও একই ভাবে রকেট লঞ্চার দিয়ে গ্রেনেড হামলা করে বিস্ফোরণ ঘটানো হয়েছিল।

হামলার পর থানার ভিতরের ছবি।
হামলার পর থানার ভিতরের ছবি।
#অমৃতসর: পঞ্জাবে থানায় রকেট লঞ্চার দিয়ে হামলা। নেপথ্য়ে মিলল খলিস্তানি যোগ। অমৃতসর-ভাতিন্দা সড়কের পাশে সরহালি থানায় গত রাতের ঘটনা। রাত ১টা নাগাদ রকেট লঞ্চার ছোড়া হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। যদিও হামলায় থানার বড়সড় কোনও ক্ষতি হয়নি।
তবে এই হামলার ঘটনাকে অত্য়ন্ত গুরুত্ব দিয়ে দেখছে পঞ্জাব পুলিশ। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত একটি খলিস্তানি সংগঠন এই হামলার দায় স্বীকার করেছে বলে সূত্রের খবর। ওই সংগঠনের নাম শিখস ফর জাস্টিস।
পঞ্জাবের এই সরহালি থানা পাক সীমান্ত লাগোয়া তরন তরন জেলায় অবস্থিত। কয়েকজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী হামলা চালিয়ে পালিয়ে যায় বলে জানা গিয়েছে। এই ঘটনায় এখনও কোনও হতাহতের খবর নেই। তবে এই হামলার সঙ্গে পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর কোনও যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
advertisement
advertisement
রকেট হামলায় থানার শুধুমাত্র কাচের একটি দরজা ভেঙে গিয়েছে। ইতিমধ্য়েই ঘটনাস্থলে পৌঁছেছে পঞ্জাব পুলিশের শীর্ষ আধিকারিকরা। এই হামলায় থানার কাছে থাকা একটি সার্ভিস সেন্টারও সামান্য় ক্ষতিগ্রস্ত হয়েছে।
গত ৯ মে মোহালিতে পঞ্জাব পুলিশের গোয়েন্দা বিভাগের সদর দফতরেও একই ভাবে রকেট লঞ্চার দিয়ে গ্রেনেড হামলা করে বিস্ফোরণ ঘটানো হয়েছিল।
advertisement
ওই হামলার ঘটনায় অন্য়তম অভিযুক্ত চরৎ সিংকে গ্রেফতার করেছিল পঞ্জাব পুলিশ। সে কানাডা প্রবাসী জঙ্গি লখবির সিং লান্ডার অন্য়তম সহযোগী বলে দাবি করেছিলেন পঞ্জাব পুলিশের ডিজি।
এই সপ্তাহের শুরুতেই দিল্লি পুলিশ মোহালি হামলার মূল মাথা লখবির সিং লান্ডাকে গ্রেফতার করে। লখবির সিং লান্ডা এবং চরৎ সিং, এই দু' জনেই পঞ্জাবের তর তরন জেলার বাসিন্দা। ২০১৭ সালে কানাডায় চলে গিয়েছিল লখবির সিং। এই ঘটনার পর পঞ্জাবের আপ সরকারের ব্য়র্থতার অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি।
বাংলা খবর/ খবর/দেশ/
Rocket Launcher attack in Punjab: পঞ্জাবের থানায় রকেট লঞ্চার হামলা, নেপথ্য়ে খলিস্তানি জঙ্গিরা? দেখুন ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement