নজির বাংলার! সারাদেশের মধ্যে এই তালিকায় দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ

Last Updated:

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক প্রশ্নের উত্তরে অস্বস্তিতে পড়েছে বিজেপি।

#রাজীব চক্রবর্তী, নয়াদিল্লি: মহিলা সংরক্ষণ বিল নিয়ে কেন্দ্রীয় সরকারের উপর এক দিকে যখন আরও চাপ বাড়াতে চলেছে তৃণমূল কংগ্রেস, ঠিক তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক প্রশ্নের উত্তরে অস্বস্তিতে পড়েছে বিজেপি।
সংসদে পেশ করা কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী, সারাদেশে বিজেপি শাসিত রাজ্যগুলির তুলনায় বিরোধী রাজনৈতিক দল শাসিত রাজ্যগুলিতে মহিলাদের জনপ্রতিনিধিত্বের হার অনেক বেশি। এক্ষেত্রে সবার শীর্ষে থাকা প্রথম দুটিই বিরোধী রাজনৈতিক দল শাসিত রাজ্য। তালিকায় প্রথম স্থানে রয়েছে কংগ্রেস শাসিত ছত্রিশগড়, দুইয়ে তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গ।
প্রসঙ্গত, মহিলা সংরক্ষণ বিল সংসদে পাস করাতে হলে সংবিধান সংশোধন প্রয়োজন। গত কয়েক দশক ধরে মহিলা সংরক্ষণ বিল নিয়ে আলোচনা হলেও, সংসদে বিলটি আসেনি। অথচ প্রত্যেকবার নির্বাচনী প্রচারে মহিলা সংরক্ষণ বিল জায়গা করে নিয়েছে।
advertisement
advertisement
বিধানসভার নিরিখে সারা দেশের মধ্যে মহিলা জনপ্রতিনিধিত্বে শীর্ষে বিরোধী-শাসিত দুটি রাজ্য ছত্তিশগড় এবং পশ্চিমবঙ্গ। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে জানালেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরণ রিজিজু। তিনি জানিয়েছেন, ছত্তিশগড় বিধানসভায় মহিলা জনপ্রতিনিধির হার ১৪.৪৪ শতাংশ। এরপরই রয়েছে পশ্চিমবঙ্গের স্থান। পশ্চিমবঙ্গ বিধানসভায় মহিলা প্রতিনিধিদের হার ১৩.৭০ শতাংশ।
সংসদে লোকসভা এবং রাজ্যসভাতেও মহিলা জনপ্রতিনিধিদের হার জানিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী। লোকসভায় মহিলা জনপ্রতিনিধিদের হার ১৪.৯৪ শতাংশ এবং রাজ্যসভায় মহিলা জনপ্রতিনিধির হার ১৪.০৫ শতাংশ।
advertisement
অন্যদিকে, সংসদে কবে মহিলা সংরক্ষণ বিল আনছে সরকার, সেই প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, "এই বিল আনতে বদ্ধপরিকর সরকার। তবে, এর জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন। সংবিধান সংশোধন করতে হলে সংসদে দুই তৃতীয়াংশ সাংসদদের সহমত প্রয়োজন। তাই মহিলা সংরক্ষণ বিল পেশ করার আগে সব রাজনৈতিক দলের সহমত হওয়া প্রয়োজন।"
advertisement
সরকারের এই বক্তব্যে মোটেই সন্তুষ্ট নয় বিরোধী শিবির। তাদের বক্তব্য, বহু বিতর্কিত বিল সংসদে পাস করিয়েছে সরকার এমনকি সংবিধান সংশোধনের ক্ষেত্রেও বিরোধী রাজনৈতিক দলের আপত্তি অগ্রাহ্য করা হয়েছে। তাহলে মহিলা সংরক্ষণ বিল নিয়ে অযথা অজুহাত খাড়া করা হচ্ছে কেন বলে প্রশ্ন বিরোধী দলগুলির।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
নজির বাংলার! সারাদেশের মধ্যে এই তালিকায় দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement