EXCLUSIVE: বড় খবর! প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা নিয়ে নবান্ন তৈরি করল টাস্ক ফোর্স

Last Updated:

টাস্ক ফোর্সের চেয়ারম্যান করা হয়েছে রাজ্য পঞ্চায়েত দফতরের সচিব পি উলগানাথনকে। মূলত প্রধানমন্ত্রীর গ্রামীণ আবাস যোজনা কাজ যাতে নিখুঁতভাবে করা যায়, তার জন্য নজরদারির কাজ করবে এই বিশেষ টাস্ক ফোর্স।

বড় খবর! প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা নিয়ে নবান্ন তৈরি করল টাস্ক ফোর্স
বড় খবর! প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা নিয়ে নবান্ন তৈরি করল টাস্ক ফোর্স
সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা নিয়ে নজরদারির জন্য এবার বিশেষ টাস্ক ফোর্স গঠন করল রাজ্যের পঞ্চায়েত দফতর। ৯ সদস্যের টাস্ক ফোর্স গঠন করেছে রাজ্যের পঞ্চায়েত দফতর। এই টাস্ক ফোর্সের চেয়ারম্যান করা হয়েছে পঞ্চায়েত দফতরের সচিব পি উল্গানাথানকে। এই টাস্ক ফোর্সে মূলত পঞ্চায়েত দফতরের বিভিন্ন আধিকারিকরাই থাকবেন ৷
পঞ্চায়েত দফতরের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে ৷ সেখানে বলা হয়েছে এই নজরদারি কমিটি মূলত প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার বিভিন্ন প্রক্রিয়ার ওপর নজর করবেন, যাতে এই প্রক্রিয়া দ্রুত কার্যকরী হয়। এর পাশাপাশি উপভোক্তাদের তরফে যাতে কোনও সমস্যা না হয় এবং প্রত্যেকটি পর্যায়ে যাতে নিখুঁতভাবে কাজ করা যায় তার জন্যই এই রাজ্য পর্যায়ে টাস্ক ফোর্স গঠন করা হল। এক্ষেত্রে বাড়ি বাড়ি সমীক্ষা করা, জব কার্ড ম্যাপিং, গ্রাম সভার বৈঠক আয়োজন করা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে কাজ করবে এই টাস্ক ফোর্স।
advertisement
advertisement
ইতিমধ্যেই প্রত্যেকটি জেলার জন্য একজন করে আইএস ও ডব্লিউবিসিএস পর্যায়ে অফিসারকে নিয়োগ করেছে রাজ্যের পঞ্চায়েত দফতর। গ্রামীণ আবাস যোজনা নিয়ে যাতে কোনওরকম অভিযোগ না ওঠে বা নিখুঁতভাবে কাজ করা যায়, প্রত্যেকটি জেলায় তার জন্য এই অফিসারদের নিয়োগ করেছে রাজ্যের পঞ্চায়েত দফতর। আর এবার এই টাস্ক ফোর্সের গঠনকে বিশেষ গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা নিয়ে জেলাগুলির ভূমিকার ওপর বৃহস্পতিবার কার্যত উস্মা প্রকাশ করে রাজ্যের পঞ্চায়েত দফতর। অভিযোগ জানানোর ব্যবস্থা করা হলেও তা কেন সব জেলায় সঠিকভাবে কার্যকরী হচ্ছে না তা নিয়েই প্রশ্ন উঠেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় উপভোক্তাদের নামে যাচাইয়ের কাজ নিয়ে বিডিও ও এসডিও অফিসে উপভোক্তাদের অভিযোগ জানানোর জন্য নির্দেশিকা দেওয়ার পরও তা যথাযথ হচ্ছে না।
advertisement
রাজ্যের পঞ্চায়েত ও গ্রামান্নোয়ন দফতরের অতিরিক্ত সচিব জেলাশাসকদের চিঠি দিয়ে এব্যাপারে সতর্ক করলেন। এই চিঠিতে পরিষ্কার বলা হয়েছে, উপভোক্তাদের তথ্য যাচাইয়ের সমীক্ষা পুরোদমে চললেও অভিযোগ জানানোর যথেষ্ট পরিকাঠামো গড়ে তোলা হয়নি। নির্দেশিকা মেনে প্রতিটি বিডিও, এসডিও ও জেলাশাসকের অফিসে বাধ্যতামূলকভাবে অভিযোগ জানানোর জন্য কমপ্লেন বক্স রাখতেই হবে। এমন জায়গায় রাখতে হবে যাতে সবাই এক মুহূর্তে তা দেখতে পায়। উপভোক্তারা তাদের অভিযোগ সরাসরি এই বক্সে জমা দিতে পারে। শুধু অভিযোগ জানানোর জন্য বক্সই নয়, এসডিও অফিসে কন্ট্রল রুম খুলতেই হবে। এই কন্ট্রোলরুমের ফোন নম্বর এলাকার মানুষের কাছে উপযুক্ত প্রচার করতে হবে। যাতে তারা অভিযোগ থাকলে সরাসরি কন্ট্রোলরুমে যোগযোগ করতে পারেন। অভিযোগ পাওয়া মাত্রই তদন্ত করে তা কতটা সত্য দেখতে হবে। এ ব্যাপারে সামান্য গড়িমসি করা যাবে না।
advertisement
চিঠিতে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামান্নোয়ন দফতরের অতিরিক্ত সচিব লিখেছেন, অভিযোগ জানানোর ব্যাপারে যে পরিকাঠামো তৈরি করতে সরকারি নির্দেশিকায় বলা হয়েছিল তা যথাযথ অনুসরণ করা হচ্ছে না। কন্ট্রোলরুমে অন্তত ১৫-২০ জন কর্মী রাখতে হবে। এক্ষেত্রে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স নিয়োগ করা যেতে পারে। যারা কন্ট্রোল রুমে থাকবেন তারা ফোনে প্রতিটি অভিযোগ পাওয়া মাত্রই অভিযোগকারীকে সবধরণের সহযোগিতা করবেন। বিশেষ করে জানিয়ে দেওয়া হবে, প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা পাওয়ার ক্ষেত্রে যোগ্যতার মাপকাটি কী। এই কন্ট্রোলরুমের দায়িত্ব একজন সিনিয়ার অফিসারকে দিতে হবে। যিনি কমপ্লেন বক্স ও কন্ট্রোলরুমের কাজ দেখবেন। এসডিও মনে করলে যে কোনও অভিযোগের তৎক্ষনাৎ ব্যবস্থা নিতে পারেন। কত অভিযোগ আসছে তার প্রতিদিনের একটা রিপোর্ট দিতে হবে।
advertisement
প্রসঙ্গত বুধবারই মুখ্য সচিব প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা নিয়ে জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। বৈঠকে তিনি নির্দেশ দেন গ্রামীণ আবাস যোজনায় সমীক্ষা করতে গিয়ে যদি কেউ বাধা পান তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে চরম পদক্ষেপ নিতে হবে। বিশেষত কয়েকটি জেলায় প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার অধীনে সমীক্ষা করতে গিয়ে বাধার মুখে পড়ছেন আশা কর্মীরা। বুধবারের বৈঠকে কার্যত তো স্পষ্ট করে দিয়েছেন মুখ্য সচিব। প্রয়োজনে পুলিশের সহযোগিতা নেওয়ার কথা বলা হয়েছে। প্রশাসনিক মহল মনে করছে এক্ষেত্রে এই নির্দেশের মাধ্যমে বুধবারই স্পষ্ট করে দেওয়া হয়েছে কোনওরকম রাজনৈতিক চাপ এক্ষেত্রে কাজ করবে না। বুধবারের মুখ্য সচিবের ভার্চুয়াল বৈঠকের পর বৃহস্পতিবার রাজ্যের পঞ্চায়েত দফতরের তরফে জেলাগুলিকে এই নির্দেশিকা বিশেষ গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
EXCLUSIVE: বড় খবর! প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা নিয়ে নবান্ন তৈরি করল টাস্ক ফোর্স
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement