কনভয়ের গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধা, হাসপাতালে নিয়ে গেলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

Last Updated:

চিকিৎসক হিসাবে দায়িত্ব পালন করেছি, বলছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। 

কনভয়ের গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধা, হাসপাতালে নিয়ে গেলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী
কনভয়ের গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধা, হাসপাতালে নিয়ে গেলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী
আবীর ঘোষাল, আগরতলা: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহাকে মানবিক ও সহৃদয় ভূমিকায় দেখল ত্রিপুরাবাসী। আজ, শুক্রবার সকালে দক্ষিণ জেলায় সরকারি ও দলীয় কর্মসূচিতে অংশ নিতে বিলোনীয়ার উদ্দেশ্যে রওনা হন মুখ্যমন্ত্রী। তাঁর কনভয় বিলোনীয়া যাওয়ার পথে বিশ্রামগঞ্জ এলাকায় ৭০ বছর বয়সী বিশ্বলক্ষী দেববর্মা নামে এক বৃদ্ধা এসকর্টের গাড়ির পাশ দিয়ে রাস্তা পেরোতে গিয়ে আঘাত পান। বিষয়টি মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার নজরে আসতেই তৎক্ষনাৎ কনভয় থামিয়ে নেমে পড়েন তিনি । নিজে ছুটে যান ওই বৃদ্ধার কাছে। কনভয়ের সঙ্গে থাকা এসডিপিও রাহুল দাসের গাড়িতে করে আঘাত প্রাপ্ত বৃদ্ধাকে বিশ্রামগঞ্জ কমিউনিটি হাসপাতালে নিয়ে যা‌ওয়া হয়।
অত্যন্ত ব্যতিক্রমীভাবে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা তখনই ‌ওই বৃদ্ধাকে ফেলে বিলোনীয়ায় কর্মসূচির উদ্দেশ্যে রওনা হননি। ‌এই বৃদ্ধার সঙ্গে হাসপাতাল পর্যন্ত ছুটে যান মুখ্যমন্ত্রী নিজেও। মুখ্যমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদে থাকলেও, এখনও মনে প্রাণে তিনি একজন চিকিৎসক। মানিক সাহা জানিয়েছেন, আর্তের সেবাই তাঁর ধর্ম।  তা আরেকবার এদিন ফুটে ওঠে ওনার মধ্যে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের কাছে যাওয়া পর্যন্ত বৃদ্ধার স্বাস্থ্যের যাবতীয় পর্যবেক্ষণ করতে থাকেন মুখ্যমন্ত্রী নিজে।  কর্তব্যরত চিকিৎসককে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন তিনি ।
advertisement
advertisement
পাশাপাশি প্রয়োজনীয় আর্থিক-সহ অন্যান্য সাহায্য নিশ্চিত করেন।বিশ্রামগঞ্জ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আঘাত প্রাপ্ত বৃদ্ধার প্রাথমিক শুশ্রূষা করার পর ঘটনার গুরুত্ব বুঝে কোনও রকম ঝুঁকি না নিয়ে তাঁকে জিবিপি হাসপাতালে রেফার করে দেন। দক্ষিণ জেলার কর্মসূচি সেরে মুখ্যমন্ত্রী সোজা চলে যান জিবিপি হাসপাতালে। আহত বৃদ্ধা এবং তাঁর পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলেন। চিকিৎসকদের তাঁর সেবা-শুশ্রূষার ব্যাপারে যাবতীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের বক্তব্য অনুযায়ী আঘাতপ্রাপ্ত বৃদ্ধার অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলেও জানানো হয়েছে। কনভয়ের সামনে দিয়ে রাস্তা পার হতে গিয়ে আঘাতপ্রাপ্ত বৃদ্ধার চিকিৎসার ব্যাপারে যে মানবিক ভূমিকায় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহাকে দেখা গেল তা দেখে খুশি বৃদ্ধার পরিবারের সদস্যরা।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কনভয়ের গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধা, হাসপাতালে নিয়ে গেলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement