Peru First Woman President: ক্ষমতায় ডিনা বোলুয়ার্তে, প্রথম মহিলা প্রেসিডেন্ট পেল পেরু

Last Updated:

প্রেসিডেন্ট পদে এতদিন থাকা পেদ্রো কাস্তিলোকে জরুরি ভিত্তিতে ইমপিচ করার পরেই সে দেশের নতুন প্রেসিডেন্ট হলেন ডিনা বোলুয়ার্তে ৷ তিনিই প্রথম মহিলা প্রেসিডেন্ট পেরুর ৷ 

Dina Boluarte (Photo: Twitter)
Dina Boluarte (Photo: Twitter)
লিমা: নতুন প্রেসিডেন্টকে পেল পেরু ৷ প্রেসিডেন্ট পদে এতদিন থাকা পেদ্রো কাস্তিলোকে জরুরি ভিত্তিতে ইমপিচ করার পরেই সে দেশের নতুন প্রেসিডেন্ট হলেন ডিনা বোলুয়ার্তে ৷ তিনিই প্রথম মহিলা প্রেসিডেন্ট পেরুর ৷
প্রেসিডেন্ট পদে পেদ্রো কাস্তিলো অবশ্য খুব বেশি দিন স্থায়ী হলেন না ৷ ২০২১ সালে ক্ষমতায় আসার পরেই দু’বার কাস্তিলোকে ইমপিচ করার চেষ্টা করা হয়েছিল ৷ সম্প্রতি দেশে জরুরি অবস্থা চালু করার কথাও বলেছিলেন কাস্তিলো ৷ স্বভাবতই তাঁকে ঘিরে অসন্তোষ শুরু হয়েছিল সে দেশে ৷  বিরোধী পক্ষ থেকে শুরু করে দেশের মানুষের প্রবল চাপের সামনে শেষপর্যন্ত নতি স্বীকার করতে বাধ্য হন কাস্তিলো ৷ প্রবল অশান্তির মধ্যেই দেশের প্রেসিডেন্ট পদের দায়িত্ব পেলেন বোলুয়ার্তে ৷ পেরুর প্রথম মহিলা প্রেসিডেন্ট  হিসেবে যথেষ্ট কড়া চ্যালেঞ্জই যে বোলুয়ার্তের জন্য অপেক্ষা করছে, তা আর বলার অপেক্ষা রাখে না ৷
advertisement
advertisement
জরুরি ভিত্তিতে পেরুর প্রাক্তন প্রেসিডেন্ট কাস্তিলোকে ইমপিচ করার জন্য ইমপিচমেন্ট নির্বাচনের আয়োজন করা হয় ৷  সেখানে তাঁর বিরুদ্ধে ভোট পড়ে ১০১ ৷ ফলে প্রেসিডেন্ট পদে থেকে যাওয়ার আর কোনও সুযোগই ছিল না কাস্তিলোর সামনে ৷ ২০২৬ সালের জুলাই মাস পর্যন্ত ক্ষমতায় থাকার কথা থাকলেও মাত্র এক বছরের কিছুটা বেশি সময়েই প্রেসিডেন্ট পদে থাকতে পারলেন কাস্তিলো ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Peru First Woman President: ক্ষমতায় ডিনা বোলুয়ার্তে, প্রথম মহিলা প্রেসিডেন্ট পেল পেরু
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement