ঈরণ রায় বর্মন, কলকাতা: বিশ্বকাপে নেই ভারত। তবুও বিশ্বকাপের বিশ্ব রেকর্ডে থাকছে ভারত। কাপ যুদ্ধে কখনও খেলার সুযোগ না পাওয়া দেশটি মাঠের বাইরে হেলায় হারিয়ে দিয়েছে তাবড় তাবড় চ্যাম্পিয়নদের। ৫ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল, ৪ বারের জার্মানি, ২ বারের আর্জেন্টিনাকে পিছনে ফেলে দিয়েছে দেড়শো কোটির দেশ।
ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানিদের পিছনে ফেলে ২ নম্বরে ভারত। ভাবছেন তো বিশ্বকাপ না খেলা দেশ কী করে রেকর্ড করে বসল। আসলে কাতার বিশ্বকাপে দর্শকের উপস্থিতির হিসেবে ২ নম্বরে ভারত। কাতার বিশ্বকাপে তাই বিশ্বরেকর্ড ভারতের। আসলে কাতার বিশ্বকাপে উপস্থিতির হিসেব বলছে, প্রথম দু’য়ে রয়েছে ভারত। ফিফার সমীক্ষা বলছে, কাতার বিশ্বকাপের দর্শক হিসেবে দুনিয়ায় ২ নম্বরে ভারত। কাতার বিশ্বকাপ দেখার জন্য প্রয়োজন ছিল হায়া কার্ড। এই কার্ডের জন্য প্রায় ২০ লাখ মানুষ আবেদন করেছিলেন। এরমধ্যে ভারত থেকে আবেদনকারীর সংখ্যা ছিল ৫৬, ৮৯৩ জন। শীর্ষে সৌদি আরব। সেখান থেকে ৭৭,১০৬ মানুষ হায়া কার্ডের জন্য আবেদন করেছিলেন। তৃতীয় স্থানে আমেরিকা। চার নম্বরে ইংল্যান্ড, পাঁচে মেক্সিকো।
আরও পড়ুন- নতুন বছরে অবস্থান পরিবর্তন রাহু-কেতুর, সমস্যায় পড়বেন কোন রাশির জাতক-জাতিকারা?
ভারতীয়দের এই রেকর্ডের অধিকাংশ কৃতিত্ব আবার বাংলার। ভারতীয় দর্শকদের মধ্যে সবথেকে বেশি দর্শক বাংলা থেকে কাতারে খেলা দেখতে পৌঁছেছে। বিশ্বকাপ দেখতে আসা দেশগুলোর মধ্যে ব্রাজিল, আর্জেন্টিনা থেকে সব থেকে কম দর্শক এসেছেন। অভিজ্ঞ মহলের ধারনা, লাতিন আমেরিকার দেশগুলো থেকে এশিয়ায় আসা খরচ সাপেক্ষ। কাতারের জীবনযাত্রাও খরচ সাপেক্ষ। তার ওপর নিয়মের বেড়াজাল। একাধিক কঠিন নিয়ম। যে গুলো না পসন্দ ইউরোপ, লাতিন আমেরিকার দর্শকদের কাছে। তারা যেভাবে বিশ্বকাপে নিজেদের মেলে ধরেন কাতারে সেটা হয়তো সম্ভব হতো না। তাই তাদের উপস্থিতি অনেকটাই কম। প্রথম ৫টি দেশের মধ্যে একমাত্র ভারতই বিশ্বকাপে খেলা না। তবে তাতে কী। বিশ্বকাপ জ্বরে আক্রান্ত গোটা দেশ। তাই দল থাকুক বা না থাকুক। বিশ্বকাপের বসন্তে ভারতীয়রা উজ্জ্বল তারা।
আগামী দিনে কখনও যদি ভারত বিশ্বকাপ খেলার সুযোগ পায় তাহলে এই রেকর্ড হয়তো কোথায় গিয়ে দাঁড়াতে পারে একবার ভেবে দেখুন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Fifa world Cup 2022