ভয় দেখাচ্ছে নয়া স্ট্রেন, নতুন কোভিডে আক্রান্ত কারা জানান, দাবি পাইলটদের

Last Updated:

কোভিডের অতিমারীকে অগ্রাহ্য করে দিনের পর দিন যাত্রী পারাপারের কাজ করে যাচ্ছেন পাইলটেরা।

#কলকাতা:  কোভিডের অতিমারীকে অগ্রাহ্য করে দিনের পর দিন যাত্রী পারাপারের কাজ করে যাচ্ছেন পাইলটেরা। এ বার এসেছে কোভিডের নতুন জিনোম বা ভাইরাস। ব্রিটেন থেকে ছড়িয়ে পড়া ওই কোভিডে কারা আক্রান্ত, তা নিয়ে ধোঁয়াশার শেষ নেই। ওই ধোঁয়াশা কাটাতে এ বার কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানাল বাণিজ্যিক পাইলটদের সংগঠন, ইন্ডিয়ান কমার্শিয়াল পাইলট অ্যাসোসিয়েশন।
সংগঠনের তরফে কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানানো হয়েছে, এ পর্যন্ত যে সমস্ত পাইলট নতুন ধরনের কোভিডে আক্রান্ত হয়েছেন, তাঁদের অবিলম্বে জানানো হোক। ভবিষ্যতেও যাঁরা এই নতুন ভাইরাসে আক্রান্ত হবেন, তাঁদেরও যেন সঙ্গে সঙ্গে জানানো হয়, সেই আর্জি জানানো হয়েছে আবেদনে। কারণ হিসেবে জানানো হয়েছে, এই সংক্রমণের ব্যাপারে জানতে পারলে পাইলটেরা প্রথম থেকেই এই সংক্রমণ  ছড়িয়ে না পড়ে, সে ব্যাপারে সতর্ক হতে পারবে। ওই ধোঁয়াশা কাটাতে এ বার কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানাল বাণিজ্যিক পাইলটদের সংগঠন, ইন্ডিয়ান কমার্শিয়াল পাইলট অ্যাসোসিয়েশন।
advertisement
সংগঠনের সাধারণ সম্পাদক টি প্রবীণ কীর্তি চিঠিতে লিখেছেন, "কোভিড সংক্রমণ হওয়ার পর থেকে সাহসের সঙ্গে কাজ করে গিয়েছেন এয়ার ইন্ডিয়ার পাইলটেরা। কোনও কিছুকে তোয়াক্কা না করে ওঁরা কাজ করে গিয়েছেন ভারতীয়দের দেশে ফেরানোর কাজ করে গিয়েছেন।  এখনও পর্যন্ত যে সমস্ত পাইলট নতুন ধরনের কোভিডে আক্রান্ত হয়েছেন, তাঁদের অবিলম্বে জানানো হোক।
advertisement
advertisement
ভবিষ্যতেও যাঁরা এই নতুন ভাইরাসে আক্রান্ত হবেন, তাঁদেরও যেন সঙ্গে সঙ্গে জানানো হয়, সেই আর্জি জানানো হয়েছে আবেদনে। কারণ হিসেবে জানানো হয়েছে, এই সংক্রমণের ব্যাপারে জানতে পারলে পাইলটেরা প্রথম থেকেই এই সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে, সে ব্যাপারে সতর্ক হতে পারবে।     এ জন্য অনেককে আক্রান্ত হতে হয়েছে। তা সত্ত্বেও তাঁরা কর্তব্য থেকে পিছিয়ে আসেননি।" এর পরেই তিনি লিখেছেন, নতুন কোভিড ভাইরাসে যাঁরা আক্রান্ত হচ্ছেন, তাঁদের সঙ্গে সঙ্গে জানালে শুধু তাঁদের পরিবারই নয়, পুরো দেশই পরবর্তী সংক্রমণ থেকে বাঁচবে।
advertisement
SHALINI DATTA
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ভয় দেখাচ্ছে নয়া স্ট্রেন, নতুন কোভিডে আক্রান্ত কারা জানান, দাবি পাইলটদের
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement