‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

Last Updated:

Partha Chatterjee on Arpita Mukherjee: জেলমুক্তির পর অবশেষে অর্পিতা প্রসঙ্গে মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বললেন, “লোকের দুটো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না !’’

অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
কলকাতা: তিন বছর তিন মাস পরে জেল থেকে মুক্তি। জামিনে ছাড়া পেয়ে নাকতলার বাড়িতে ফেরা। মঙ্গলবার হাসপাতাল থেকে বেরিয়েই পার্থ চট্টোপাধ্যায়ের চোখে জলই দেখা গিয়েছে। অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর ‘বিশেষ বন্ধুত্ব’ নিয়ে কম জলঘোলা হয়নি। সাড়ে তিন বছর পর জেল থেকে বেরিয়ে সেই প্রসঙ্গে এ বার মুখ খুললেন বেহালা পশ্চিমের বিধায়ক তথা সাসপেন্ডেড তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়। অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে এবং তাঁকে অসম্মান করা হয়েছে বলে অভিযোগ পার্থের।
নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালে তাঁকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় সংস্থা। জামিনে মুক্ত হয়ে সবে মঙ্গলবার দুপুরে তিনি বাড়ি ফিরেছেন। বুধবারই সংবাদমাধ্যমে ‘সদর্পে’ স্বীকার করলেন, অর্পিতা তাঁর বান্ধবী। অর্পিতার ফ্ল্যাট থেকে যে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছিল, তা নিয়েও মুখ খুলেছেন পার্থ। গত সাড়ে তিন বছরে জেলে থাকাকালীন তেমন কোনও কাজ করতে পারেননি বলে নিজের বিধায়ক তহবিলের টাকা ফেরত দিয়ে দিতে চান পার্থ। জানিয়েছেন, কিছু টাকা রেখে বাকিটা দলনেত্রীর হাতে তুলে দেবেন।
advertisement
advertisement
পার্থ চট্টোপাধ্যায় এদিন জানান, ‘‘অর্পিতা আমার বান্ধবী। তাতে অসুবিধার কী আছে? আপনারা যদি শোভন-বৈশাখীকে দেখাতে পারেন, তা দেখাবেন? আর এখানে, দলে অনেককে খুঁজে পাবেন, সৌগতদাকে খুঁজে পাবেন, যারা যারা আছে, দিদিমণি তো খবর রাখেন না তা না! সিরিয়াল দেখেন, সিনেমা আর্টিস্টদের খবর রাখেন, তাদের ক’টা বদল হল আর ক’টা থাকল, তিনি খবর রাখেন না? সব রাখেন। আমি না একেবারে বুদ্ধবাবুর মতো বুঝলেন! আমার যদি মেন্টর থাকেন কেউ, সংসদীয়তে তাহলে হাশিম আব্দুল হালিম। আর কাকে দেখে, কাকে আক্রমণ করে করতে হবে, তার নাম বুদ্ধদেব ভট্টাচার্য। আর কে আমার নেতা? তাঁর নাম মমতা। এই নিয়ে এতদিন রাজনীতি করেছি।’’
advertisement
পার্থের কথায়, ‘‘এক জন মহিলাকে অসম্মান করা তো খুব সহজ। এখানে সংবাদমাধ্যম রং চড়িয়ে তা করেছে। আমার স্ত্রী প্রয়াত। তার পরে কোনও মহিলা যদি আমার সঙ্গে পারিবারিক বন্ধুত্ব করতে চান, সে ক্ষেত্রে কি কারও কোনও আপত্তি থাকতে পারে? অর্পিতার পরিচয় তো শুধু আমার বান্ধবী নয়! সে অভিনেত্রী, ৩০-৩৫টি ওড়িয়া ছবিতে কাজ করেছে। দিনের পর দিন যে ভাবে তাঁকে অসম্মান করা হয়েছে, তা অন্যায়।’’
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement