Delhi Blast CCTV Footage: দিল্লি বিস্ফোরণের মুহূর্তের ফুটেজ প্রকাশ্যে ! দেখুন সেই ভয়াবহ সিসিটিভি ফুটেজ
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
তদন্তকারীদের একটি সূত্রের দাবি, লালকেল্লার কাছে ঘটনাস্থল থেকে দু’টি তাজা কার্তুজ এবং দু’ধরনের বিস্ফোরকের নমুনা পাওয়া গিয়েছে। এরই মধ্যে বিস্ফোরণের সময়ের একটি সিসিটিভি ফুটেজ পুলিশের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে ৷
নয়াদিল্লি: দিল্লির লালকেল্লা এলাকায় বিস্ফোরণে কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল, তা নিয়ে তদন্ত চলছে। তবে তদন্তকারীদের একটি সূত্রের দাবি, লালকেল্লার কাছে ঘটনাস্থল থেকে দু’টি তাজা কার্তুজ এবং দু’ধরনের বিস্ফোরকের নমুনা পাওয়া গিয়েছে। এরই মধ্যে বিস্ফোরণের সময়ের একটি সিসিটিভি ফুটেজ পুলিশের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে ৷
লালকেল্লার সামনে জনবহুল রাস্তা, পর পর গাড়ি যাচ্ছিল। তার মধ্যেই এই বিস্ফোরণের ঘটনা ঘটে। সিসিটিভির একটি ফুটেজ সামনে আসতেই বোঝা গেল লালকেল্লার বিস্ফোরণ কতটা ভয়াবহ। ধীর গতির ট্র্যাফিক মুভমেন্টের পরেই কী ভাবে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানীর প্রাণকেন্দ্র, কতটা ভয়াবহ ছিল সেই বিস্ফোরণ ? ১৫ সেকেন্ডের ওই ক্লিপেই তা স্পষ্ট। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, লালকেল্লার কাছে যে সিসি ফুটেজ বসানো, তার একটি বন্ধ হয়ে যায়।
advertisement
advertisement
VIDEO | CCTV footage captures the exact moment of the blast near Delhi’s Red Fort.
A blast took place in a slow-moving car at a traffic signal near the Red Fort metro station on Monday evening, killing 12 people, injuring many and gutting several vehicles.
(Source: Third Party)… pic.twitter.com/xjpScNpJ5Y
— Press Trust of India (@PTI_News) November 12, 2025
advertisement
ঘটনার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA। সোমবারের বিস্ফোরণে ব্যবহৃত বিস্ফোরকের ধরন সম্পর্কে ফরেন্সিক দল এখনও বিস্তারিত রিপোর্ট দেয়নি। গোয়েন্দা সূত্রে খবর, সম্ভবত পিইটিএন (পেন্টেরিথ্রিটল টেট্রানাইট্রেট), সেমটেক্স বা আরডিএক্স-এর মতো শক্তিশালী বিস্ফোরক ছিল ওই গাড়িতে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Delhi
First Published :
November 12, 2025 12:42 PM IST

