Partha Chatterjee: হাঁটাচলা করতে অসুবিধা হচ্ছে চাই সর্বক্ষণের সহায়ক, পার্থ চট্টোপাধ্যায়ের আবেদনে না করে দিল জেল কর্তৃপক্ষ, রইল কারণ
- Written by:Arpita Hazra
- Published by:Debalina Datta
Last Updated:
এদিকে অর্পিতাও অসুস্থতার কথা জানান। তাঁর দাঁতে ব্যথা হচ্ছে৷ জেলে চিকিৎসা হলেও পুরো উপশম হচ্ছে না।
কলকাতা: প্রেসিডেন্সি জেলে পূর্ণ সময়ের সহায়ক চেয়ে পার্থ চট্টোপাধ্যায়ের আবেদন। কিন্তু সেই আবেদনে সাড়া দিল না প্রেসিডেন্সি সংশোধনাগার কর্তৃপক্ষ। জেল সূত্রে খবর, এসএসকেএমের চিকিৎসকদের দিয়ে পরীক্ষা করিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রীর অনুরোধ ফেরাল প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একবছর তিন মাস ধরে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। জেল সূত্রের খবর, জেলে ওঠা-বসা, হাঁটা-চলায় অসুবিধা হচ্ছে জানিয়ে পূর্ণ সময়ের সহায়ক চেয়ে জেল কর্তৃপক্ষকে চিঠি দেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। চিঠি পেয়ে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের পক্ষ থেকে এসএসকেএম হাসপাতালে যোগাযোগ করা হয়। গত সপ্তাহে তিন সরকারি চিকিৎসক জেলে এসে পার্থ চট্টোপাধ্যায়কে দেখে যান। জেল সূত্রের খবর, চিকিৎসকরা প্রাক্তন মন্ত্রীকে দেখে কিছু ওষুধ লিখে দিলেও, শুধুমাত্র ব্যায়ামের সময় সাহায্যকারী দেওয়া যেতে পারে বলে জানান।
advertisement
advertisement
মঙ্গলবার ইডির বিশেষ আদালতে এদিন পার্থ – অর্পিতার ভার্চুয়াল প্রোডাকশন ছিল। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে ইডি বিশেষ আদালতে জেলে থেকে ভার্চুয়াললি হাজিরা দেন অর্পিতা মুখোপাধ্যায়। বিচারক জানতে চান অর্পিতার কিছু বলার আছে কিনা। অর্পিতাও অসুস্থতার কথা জানান। তাঁর দাঁতে ব্যথা হচ্ছে৷ জেলে চিকিৎসা হলেও পুরো উপশম হচ্ছে না।
আরও পড়ুন – Durga Puja Weather Update: আলিপুর হাওয়া অফিস দিল দুর্দান্ত খবর, দুর্গাপুজোর মেগা ওয়েদার আপডেটের
advertisement
বিচারক বলেন, জেলে কর্তৃপক্ষের থেকে যিনি ছিলেন তাঁকে অর্পিতার চিকিৎসা নিয়ে বলেন। তিনি বলেন দরকারে আউটডোর চিকিৎসা করবেন সেই বিষয়টা দেখতে।
এদিন কুন্তল ঘোষ এর জামিনের জন্য আবেদন করে তাঁর আইনজীবী । আদালত বুধবার ১০.৩০ টা কুন্তলের জামিনের হিয়ারিংয়ের নির্দেশ দেয়।শান্তনু বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বলেন- ‘‘তল্লাশি চালানোর পর থেকে সবকিছু তালাবন্ধ করে রাখা হয়েছে। প্রয়োজনীয় খরচ করা যাচ্ছে না। বেতনের অ্যাকাউন্টও বন্ধ।’’
advertisement
দু তরফে সওয়াল জবাব শুনে বিচারক অর্পিতা মুখোপাধ্যায় , পার্থ চট্টোপাধ্যায়, সৌভিক ভট্টাচার্য্য, অয়ন শীল, শান্তনু বন্দ্যোপাধ্যায় সহ সকলের ৫ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। আদালত বুধবার ১০.৩০- এ কুন্তলের জামিনের হিয়ারিংয়ের নির্দেশ দেয়।
ARPITA HAZRA
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 10, 2023 4:15 PM IST










