Durga Puja Weather Update: আলিপুর হাওয়া অফিস দিল দুর্দান্ত খবর, দুর্গাপুজোর মেগা ওয়েদার আপডেটের

Last Updated:
Durga Puja Weather Update: দুর্গাপুজোর আর ১০ দিন তার আগেই ওয়েদার নিয়ে মেগা আপডেট দিল হাওয়া অফিস৷ না পুজোতে আবহাওয়ার অর্থাৎ বৃষ্টির বড় চাপ নেই৷
1/5
দুর্গাপুজোর বাঙালির শ্রেষ্ঠ উৎসব৷ শারদোৎসবে কল্লোলিনী তিলোত্তমা একেবারে অন্যরূপে সেজে ওঠে৷ দিন -রাতের হিসেব ভুলে মানুষ সবসময়ে ঠাকুর দেখা, প্যান্ডেল হপিং, খাওয়াদাওয়া, আড্ডা সেশনে ব্যস্ত থাকেন৷ তাই পুজোর সময়ে কেমন আবহাওয়া থাকবে এই নিয়েও জল্পনা জারি থাকে৷ কিছুদিন এরকম জল্পনা চলছিল পুজোর সময়েও আবহাওয়ার তোলপাড় জারি থাকবে, তুমুল বৃষ্টিতে ভাসবে পশ্চিমবঙ্গের নানা জেলা৷ না সেরকম কিছু হচ্ছে না৷
দুর্গাপুজোর বাঙালির শ্রেষ্ঠ উৎসব৷ শারদোৎসবে কল্লোলিনী তিলোত্তমা একেবারে অন্যরূপে সেজে ওঠে৷ দিন -রাতের হিসেব ভুলে মানুষ সবসময়ে ঠাকুর দেখা, প্যান্ডেল হপিং, খাওয়াদাওয়া, আড্ডা সেশনে ব্যস্ত থাকেন৷ তাই পুজোর সময়ে কেমন আবহাওয়া থাকবে এই নিয়েও জল্পনা জারি থাকে৷ কিছুদিন এরকম জল্পনা চলছিল পুজোর সময়েও আবহাওয়ার তোলপাড় জারি থাকবে, তুমুল বৃষ্টিতে ভাসবে পশ্চিমবঙ্গের নানা জেলা৷ না সেরকম কিছু হচ্ছে না৷
advertisement
2/5
দুর্গাপুজোর আর ১০ দিন তার আগেই ওয়েদার নিয়ে মেগা আপডেট দিল হাওয়া অফিস৷ না পুজোতে আবহাওয়ার অর্থাৎ বৃষ্টির বড় চাপ নেই৷
দুর্গাপুজোর আর ১০ দিন তার আগেই ওয়েদার নিয়ে মেগা আপডেট দিল হাওয়া অফিস৷ না পুজোতে আবহাওয়ার অর্থাৎ বৃষ্টির বড় চাপ নেই৷
advertisement
3/5
কলকাতার আলিপুর হাওয়া অফিস থেকে ওয়েদার আপডেট জানানো হয়েছে দুর্গাপুজোর চার থেকে পাঁচদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা বা ঝিরঝিরে ইতঃস্তত -বিক্ষিপ্ত বৃষ্টি হবে৷
কলকাতার আলিপুর হাওয়া অফিস থেকে ওয়েদার আপডেট জানানো হয়েছে দুর্গাপুজোর চার থেকে পাঁচদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা বা ঝিরঝিরে ইতঃস্তত -বিক্ষিপ্ত বৃষ্টি হবে৷
advertisement
4/5
মাঝারি বা ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই৷ তবে নীল ঝকঝকে শরতের আকাশের দেখা হয়ত মিলবে না এমনটাও জানিয়েছে হাওয়া অফিস৷
মাঝারি বা ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই৷ তবে নীল ঝকঝকে শরতের আকাশের দেখা হয়ত মিলবে না এমনটাও জানিয়েছে হাওয়া অফিস৷
advertisement
5/5
এদিকে উষ্ণতা ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে৷ তবে উৎসবের আনন্দে মাতোয়ারা বাঙালির এই  সময় রাস্তায় বেরোনোতে বিশেষ অসুবিধা হবে না এমনটাই স্বস্তি দিয়েছে আবহাওয়া দফতর৷
এদিকে উষ্ণতা ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে৷ তবে উৎসবের আনন্দে মাতোয়ারা বাঙালির এই  সময় রাস্তায় বেরোনোতে বিশেষ অসুবিধা হবে না এমনটাই স্বস্তি দিয়েছে আবহাওয়া দফতর৷
advertisement
advertisement
advertisement