Partha-Arpita: ব্যাঙ্কশাল কোর্টে পার্থ-অর্পিতা, আজ থেকেই হয়তো জেল! 'এই তো সবে শুরু',বলল ইডি

Last Updated:

জানা যাচ্ছে, পার্থ-অর্পিতার জেল হেফাজতের আবেদন জানাবে ইডি। পাশাপাশি দু'জনকেই যাতে জেলে গিয়ে জেরা করার অনুমতি মেলে, সেই আবেদনও জানানো হবে ইডি-র তরফে। ইডি আধিকারিকের  ভাষায়, '' সবে তো জেরা শুরু হয়েছে!''

#কলকাতা: আদালতের নির্দেশে ৪৮ ঘণ্টা পরপর মেডিক্যাল পরীক্ষা করানো হচ্ছে ইডি হেফাজতে থাকা পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে! শুক্রবার সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে তাঁদের স্বাস্থ্যপরীক্ষা করাতে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁদের নিয়ে আসা হয়েছে ব্যাঙ্কশাল কোর্টে। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে শুনানি।
আজ পার্থ-অর্পিতার ইডি-হেফাজৎ শেষ। জানা যাচ্ছে, পার্থ-অর্পিতার জেল হেফাজতের আবেদন জানাবে ইডি। পাশাপাশি দু'জনকেই যাতে জেলে গিয়ে জেরা করার অনুমতি মেলে, সেই আবেদনও জানানো হবে ইডি-র তরফে। ইডি আধিকারিকের  ভাষায়, '' এই তো সবে শুরু!'' জানা যাচ্ছে,  আজকের শুনানিতে পার্থের জামিনের আবেদন করবেন তাঁর আইনজীবী। আগের শুনানিতেও আবেদন জানিয়েছিলেন, কিন্তু তা খারিজ করে দেওয়া হয়। আগের শুনানিতে অর্পিতার জামিনের আবেদন জানানো হয়নি তাঁর আইনজীবীর তরফে, আজ জানানো হবে কী না, তা অবশ্য জানা যায়নি।
advertisement
এদিন জোকা ইএসআই হাসপাতাল থেকে কাঁদতে কাঁদতে বেরোতে দেখা যায় অর্পিতাকে। তিনি হুইলচেয়ারে ছিলেন! সাংবাদিকরা ছেঁকে ধরতেই  বলে উঠলেন, '' যা যা বলার সব ইডি-কে বলে দিয়েছি।''
advertisement
অন্যদিকে, হাসপাতাল থেকে বেরোনোর সময়ও কোনও কথা বললেন না পার্থ চট্টোপাধ্যায়। স্বাস্থ্যপরীক্ষার পর ইডির বিশেষ আদালতে পেশ করা হবে পার্থ-অর্পিতাকে। সূত্রের খবর, তাঁদের জেল হেফাজত চাইতে পারে ইডি।
advertisement
এদিকে, বৃহস্পতিবারের পর শুক্রবার আদালতে তোলার আগে সকালে ফের পার্থ ও অর্পিতাকে মুখোমুখি জেরা করেন তদন্তকারীরা। ইডি সূত্রে খবর, অর্পিতা মুখোপাধ্যায়ের ৩১টি জীবনবিমার নমিনি যে পার্থ চট্টোপাধ্যায়, সেই পার্থ দাবি করেছেন, অর্পিতাকে তিনি নাকি তেমন ভাবে চেনেনই না। ইডি সূত্রে খবর, অর্পিতাকে দেখিয়ে পার্থকে প্রশ্ন করা হয়, ''  আপনি এনাকে চেনেন?'; পার্থর দাবি, 'না তেমন ভাবে চিনি না!''
advertisement
ইডি আধিকারিকেরা ফের পার্থকে জিজ্ঞেস করেন, 'উনি কি আপনার খুব ক্লোজ?' পার্থর দাবি, 'না! নাকতলার পুজোর সময় দেখেছি।' মুখোমুখি জেরায় পার্থকে ইডি প্রশ্ন করেন, 'অর্পিতাকে তাহলে কী ভাবে চেনেন?', পার্থ বলেন, 'মাঝে মাঝে দেখেছি পুজোয়, অনেকেই সেখানে আসত'। টাকা উদ্ধার নিয়ে পার্থকে প্রশ্ন করা হলে তিনি দাবি করেন, 'শুনেছি টাকা পাওয়া গিয়েছে। এই টাকা আমার না। কার টাকা তাও জানি না।'
advertisement
ইডি সূত্রে খবর, জেরার গোটা প্রক্রিয়া ভিডিও রেকর্ড করা হয়েছে। ইডির দাবি, তথ্য প্রমাণ এক কথা বলছে, পার্থ অন্য কথা বলছেন। ইডির দাবি, পার্থ তথ্য গোপন করার চেষ্টা করছেন এবং আদালতে এই কথা জানাবে তারা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Partha-Arpita: ব্যাঙ্কশাল কোর্টে পার্থ-অর্পিতা, আজ থেকেই হয়তো জেল! 'এই তো সবে শুরু',বলল ইডি
Next Article
advertisement
Iran: ট্রাম্পের কড়া হুঁশিয়ারি, ইরানের সঙ্গে ব্যবসা করলেই ঘাড়ে চাপবে ট্যারিফের বোঝা! ভারতের উপর কী প্রভাব পড়বে? জানুন
ট্রাম্পের হুঁশিয়ারি, ইরানের সঙ্গে ব্যবসায় চাপবে ট্যারিফ! ভারতের উপর এর কী প্রভাব পড়বে
  • ইরানের সঙ্গে কেউ বাণিজ্য করলে তার উপরেও শুল্ক আরোপ করবে আমেরিকা

  • ২৫% ট্যারিফের বোঝা চাপাবে আমেরিকা

  • মঙ্গলবার ঘোষণা করলেন ট্রাম্প

VIEW MORE
advertisement
advertisement