Arpita Mukherjee:'যা বলার সব ইডি-কে বলে দিয়েছি',হাসপাতাল থেকে কাঁদতে কাঁদতে বেরোলেন অর্পিতা
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
এদিন জোকা ইএসআই হাসপাতাল থেকে কাঁদতে কাঁদতে বেরোতে দেখা যায় অর্পিতাকে। তিনি হুইলচেয়ারে ছিলেন! সাংবাদিকরা ছেঁকে ধরতেই বলে উঠলেন, '' যা যা বলার সব ইডি-কে বলে দিয়েছি।''
#কলকাতা: আদালতের নির্দেশে ৪৮ ঘণ্টা পরপর মেডিক্যাল পরীক্ষা করানো হচ্ছে ইডি হেফাজতে থাকা পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে! শুক্রবার সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে তাঁদের স্বাস্থ্যপরীক্ষা করাতে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এদিন জোকা ইএসআই হাসপাতাল থেকে কাঁদতে কাঁদতে বেরোতে দেখা যায় অর্পিতাকে। তিনি হুইলচেয়ারে ছিলেন! সাংবাদিকরা ছেঁকে ধরতেই বলে উঠলেন, '' যা যা বলার সব ইডি-কে বলে দিয়েছি।''
অন্যদিকে, হাসপাতাল থেকে বেরোনোর সময়ও কোনও কথা বললেন না পার্থ চট্টোপাধ্যায়। স্বাস্থ্যপরীক্ষার পর ইডির বিশেষ আদালতে পেশ করা হবে পার্থ-অর্পিতাকে। সূত্রের খবর, তাঁদের জেল হেফাজত চাইতে পারে ইডি।
advertisement
advertisement
এদিকে, বৃহস্পতিবারের পর শুক্রবার আদালতে তোলার আগে সকালে ফের পার্থ ও অর্পিতাকে মুখোমুখি জেরা করেন তদন্তকারীরা। ইডি সূত্রে খবর, অর্পিতা মুখোপাধ্যায়ের ৩১টি জীবনবিমার নমিনি যে পার্থ চট্টোপাধ্যায়, সেই পার্থ দাবি করেছেন, অর্পিতাকে তিনি নাকি তেমন ভাবে চেনেনই না। ইডি সূত্রে খবর, অর্পিতাকে দেখিয়ে পার্থকে প্রশ্ন করা হয়, '' আপনি এনাকে চেনেন?'; পার্থর দাবি, 'না তেমন ভাবে চিনি না!''
advertisement
ইডি আধিকারিকেরা ফের পার্থকে জিজ্ঞেস করেন, 'উনি কি আপনার খুব ক্লোজ?' পার্থর দাবি, 'না! নাকতলার পুজোর সময় দেখেছি।' মুখোমুখি জেরায় পার্থকে ইডি প্রশ্ন করেন, 'অর্পিতাকে তাহলে কী ভাবে চেনেন?', পার্থ বলেন, 'মাঝে মাঝে দেখেছি পুজোয়, অনেকেই সেখানে আসত'। টাকা উদ্ধার নিয়ে পার্থকে প্রশ্ন করা হলে তিনি দাবি করেন, 'শুনেছি টাকা পাওয়া গিয়েছে। এই টাকা আমার না। কার টাকা তাও জানি না।'
advertisement
ইডি সূত্রে খবর, জেরার গোটা প্রক্রিয়া ভিডিও রেকর্ড করা হয়েছে। ইডির দাবি, তথ্য প্রমাণ এক কথা বলছে, পার্থ অন্য কথা বলছেন। ইডির দাবি, পার্থ তথ্য গোপন করার চেষ্টা করছেন এবং আদালতে এই কথা জানাবে তারা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 05, 2022 1:48 PM IST