Parliament Security Breach: পার্লামেন্ট ‘স্মোক অ্যাটাকে’র সঙ্গে এবার কলকাতা যোগ! এ শহরেই থাকতেন মূলচক্রী ললিত, কী করতেন জানেন?
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:Amit Sarkar
Last Updated:
পুলিশ-প্রশাসন সূত্রের খবর, বুধবার সংসদে শীতকালীন অধিবেশন চলাকালীন হলুদ ধোঁয়া উড়িয়ে, সাংসদদের বেঞ্চের উপরে ঝাঁপ দিয়ে হুলস্থূল কাণ্ড বাঁধিয়ে গ্রেফতার হন ২ জন, সংসদ চত্বরের বাইরে থেকে গ্রেফতার হন বাকি ২ জন৷ সূত্রের খবর, এঁরা প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ার ‘ভগৎ সিং ফ্যানক্লাবের’ সদস্য৷
কলকাতা: গতকালই কানাঘুঁষো শোনা যাচ্ছিল৷ বৃহস্পতিবার তা স্পষ্টও হয়ে গেল৷ সামনে এল সংসদ ‘স্মোক অ্যাটাকে’র কলকাতা কানেকশন৷ পার্লামেন্টের গতকালের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় ইতিমধ্যেই ৫ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ৷ তার মধ্যে ৪ জন তো ঘটনার সময়েই সংসদ চত্বর থেকে গ্রেফতার হন৷ বিক্রম নামের পঞ্চম জন গ্রেফতার হন রাতের দিকে৷ হামলার মাস্টারমাইন্ড গ্রুপের ষষ্ঠ সদস্য ললিত ঝা, এখনও পলাতক৷
এবার এই ললিত ঝায়ের যোগসূত্রই পাওয়া গিয়েছে কলকাতার সঙ্গে৷ জানা গিয়েছে, রবীন্দ্র সরণিতে, ২১৮ নম্বর বাড়িতে টিউশন পড়াতে আসতেন এই ললিত৷ নম্র-ভদ্র স্বভাবের ললিতের কাছে এলাকার অনেক বাচ্চাই টিউশন পড়ত৷ দিনের অধিকাংশ সময় ২১৮, রবীন্দ্র সরণির ভাড়ার ঘরে টিউশন পড়িয়েই কাটাতেন ললিত ঝা৷ ললিত বিভিন্ন সমাজসেবামূলক কাজকর্মের সঙ্গেও যুক্ত ছিলেন বলে খবর৷
advertisement
যদিও গত দেড় বছর ধরে, এই ঠিকানায় আর পড়াতে আসেন না ওই তরুণ৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তার পর থেকে এলাকায় আর ললিতকে দেখা যায়নি৷ টিউশন পড়ানোর জন্য ভাড়া নেওয়া ঘরটিতে ললিত আর অন্য কোনও কাজকর্ম করতেন কি না, তা নিয়েও কিছু জানা যায়নি এখনও৷
advertisement
আরও পড়ুন:‘ভগৎ সিং’-এর ভক্ত! পেশায় বেকার…এবার সামনে পার্লামেন্ট কাণ্ডের ৬ চক্রীর যোগসূত্র
পুলিশ-প্রশাসন সূত্রের খবর, বুধবার সংসদে শীতকালীন অধিবেশন চলাকালীন হলুদ ধোঁয়া উড়িয়ে, সাংসদদের বেঞ্চের উপরে ঝাঁপ দিয়ে হুলস্থূল কাণ্ড বাঁধিয়ে গ্রেফতার হন ২ জন, সংসদ চত্বরের বাইরে থেকে গ্রেফতার হন বাকি ২ জন৷ সূত্রের খবর, এঁরা প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ার ‘ভগৎ সিং ফ্যানক্লাবের’ সদস্য৷
advertisement
A man jumped into the lawmakers’ area of the lower house of India’s parliament in a major security breach on the 22nd anniversary of a deadly attack on the complex https://t.co/uv6VK1huS6 pic.twitter.com/llAhbihJFg
— Reuters (@Reuters) December 13, 2023
গতকাল সংসদের ভিতর থেকে গ্রেফতার করা হয় সাগর শর্মা এবং ৩৫ বছরের ডি মনোরঞ্জনকে৷ সংসদ ভবনের বাইরে বিক্ষোভরত অবস্থায় গ্রেফতার হন নীলম সিং ওরফে নীলম আজাদ এবং অমল শিণ্ডে৷ বাকি দু’জনের মধ্যে বিক্রমকে গতকাল রাতে গ্রেফতার করে পুলিশ৷ ললিত ঝা এখনও ফেরার৷
advertisement
আরও পড়ুন: পার্লামেন্টে ‘স্মোক অ্যাটাক’! গুরুগ্রামে গভীর রাতে বৈঠক, কী ভাবে তৈরি হয়েছিল ব্লু প্রিন্ট?
নীলম হরিয়ানার হিসারের বাসিন্দা। অমল মহারাষ্ট্রের লাতুরের। সাগর শর্মা এবং মনোরঞ্জন ডি কর্ণাটকের৷ তবে দু’জনে আলাদা শহরের থাকেন। বিক্রমের বাড়ি গুরুগ্রামে৷ সূত্রের খবর, এদিনের ঘটনার আগে বিক্রমের গুরুগ্রামের বাড়িতেই ছিলেন এই ৬ জন৷ সেখানেই এই গোটা ঘটনার ব্লু প্রিন্ট তৈরি হয়৷ পুলিশ জানাচ্ছে, এই ৬ জনই সোশ্যাল মিডিয়া গ্র্রুপ ‘ভগৎ সিং ফ্যানক্লাবের সদস্য’৷ গত ৪ বছর ধরে এঁদের মধ্যে যোগাযোগ রয়েছে৷ গত ৩ মাস ধরে এঁরা এই পার্লামেন্টে ‘স্মোক অ্যাটাকে’র পরিকল্পনা করছিলেন৷ এমনকি, বুধবারের ঘটনার আগেও পার্লামেন্টে রেকি করে গিয়েছিল তাঁরা৷ গোটা ঘটনায় কর্ণাটক, মহারাষ্ট্র, হরিয়াণা, কলকাতার একাধিক গ্রুপ জড়িত থাকতে পারেন বলে মনে করছেন গোয়েন্দারা৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
December 14, 2023 3:52 PM IST