হাজিরা দিলেন না কেউ, ইডিকে মোট দু হাজার পাতার নথি পাঠালেন অভিষেকের বাবা- মা

Last Updated:

দু জনকেই তাঁদের সম্পত্তির যাবতীয় নথি সঙ্গে নিয়ে হাজিরা দিতে বলেছিল ইডি৷

ইডি দফতরে গেলেন না অভিষেকের বাবা-মা৷
ইডি দফতরে গেলেন না অভিষেকের বাবা-মা৷
কলকাতা: গত ৩ অক্টোবর ইডি-র তলব পেয়েও হাজিরা দেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়ও ইডি দফতরে হাজিরা দেননি৷ একই ভাবে শনিবার ইডি দফতরে গেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়ও৷
তবে ইডি সূত্রে খবর, হাজিরা না দিলেও গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায় এক হাজার পাতার নথি ইডি দফতরে পাঠিয়েছেন৷ অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়ও আজ প্রায় ১২০০ পাতার নথি আইনজীবী মারফত ইডি দফতরে পাঠিয়েছেন৷
advertisement
advertisement
লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার বিরুদ্ধে ওঠা আর্থিক অনিয়মের তদন্তের সূত্রেই লতা বন্দ্যোপাধ্যায় এবং অমিত বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠায় ইডি৷ তাঁরা দু জনেই ওই সংস্থার ডিরেক্টর পদে ছিলেন৷ দু জনকেই তাঁদের সম্পত্তির যাবতীয় নথি সঙ্গে নিয়ে হাজিরা দিতে বলেছিল ইডি৷ লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার অন্যতম ডিরেক্টর ওরফে কালীঘােটর কাকুকে আগেই গ্রেফতার করেছে ইডি৷ কেন সংস্থার শুধুমাত্র একজন ডিরেক্টরকেই গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছিল কলকাতা হাইকোর্ট৷ এর পরেই অভিষেকের বাবা- মাকে তলব করে ইডি৷
advertisement
গত ৩ অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল ইডি৷ কিন্তু তলব পেয়েও হাজিরা দেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ কারণ সেই সময় দিল্লিতে দলীয় কর্মসূচিতে ব্যস্ত ছিলেন তিনি৷ তৃণমূলের শীর্ষ নেতার অভিযোগ, তাঁর রাজনৈতিক কর্মসূচিতে বাধা দিতেই ইচ্ছাকৃত ভাবে গত ৩ অক্টোবর তাঁকে তলব করা হয়েছিল৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
হাজিরা দিলেন না কেউ, ইডিকে মোট দু হাজার পাতার নথি পাঠালেন অভিষেকের বাবা- মা
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement