হাজিরা দিলেন না কেউ, ইডিকে মোট দু হাজার পাতার নথি পাঠালেন অভিষেকের বাবা- মা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Anup Chakraborty
Last Updated:
দু জনকেই তাঁদের সম্পত্তির যাবতীয় নথি সঙ্গে নিয়ে হাজিরা দিতে বলেছিল ইডি৷
কলকাতা: গত ৩ অক্টোবর ইডি-র তলব পেয়েও হাজিরা দেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়ও ইডি দফতরে হাজিরা দেননি৷ একই ভাবে শনিবার ইডি দফতরে গেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়ও৷
তবে ইডি সূত্রে খবর, হাজিরা না দিলেও গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায় এক হাজার পাতার নথি ইডি দফতরে পাঠিয়েছেন৷ অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়ও আজ প্রায় ১২০০ পাতার নথি আইনজীবী মারফত ইডি দফতরে পাঠিয়েছেন৷
আরও পড়ুন: ‘বিপর্যয় নিয়েও কেন্দ্রের বঞ্চনা’, এক্স হ্যান্ডেলে উত্তরবঙ্গ বিপর্যয় নিয়ে কেন্দ্রকে বিঁধলেন মমতা
advertisement
advertisement
লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার বিরুদ্ধে ওঠা আর্থিক অনিয়মের তদন্তের সূত্রেই লতা বন্দ্যোপাধ্যায় এবং অমিত বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠায় ইডি৷ তাঁরা দু জনেই ওই সংস্থার ডিরেক্টর পদে ছিলেন৷ দু জনকেই তাঁদের সম্পত্তির যাবতীয় নথি সঙ্গে নিয়ে হাজিরা দিতে বলেছিল ইডি৷ লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার অন্যতম ডিরেক্টর ওরফে কালীঘােটর কাকুকে আগেই গ্রেফতার করেছে ইডি৷ কেন সংস্থার শুধুমাত্র একজন ডিরেক্টরকেই গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছিল কলকাতা হাইকোর্ট৷ এর পরেই অভিষেকের বাবা- মাকে তলব করে ইডি৷
advertisement
গত ৩ অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল ইডি৷ কিন্তু তলব পেয়েও হাজিরা দেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ কারণ সেই সময় দিল্লিতে দলীয় কর্মসূচিতে ব্যস্ত ছিলেন তিনি৷ তৃণমূলের শীর্ষ নেতার অভিযোগ, তাঁর রাজনৈতিক কর্মসূচিতে বাধা দিতেই ইচ্ছাকৃত ভাবে গত ৩ অক্টোবর তাঁকে তলব করা হয়েছিল৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 07, 2023 5:37 PM IST