পঞ্চায়েতে অন্তর্বতী স্থগিতাদেশ আরও একদিন বাড়ল, আগামিকাল সিঙ্গল বেঞ্চে মামলার শুনানি
Last Updated:
ভোট কবে আজও ফয়সলা হল না ৷ বুধবার ফের পঞ্চায়েত মামলার শুনানি ৷
#কলকাতা: ভোট কবে আজও ফয়সলা হল না ৷ বুধবার ফের পঞ্চায়েত মামলার শুনানি ৷ সকাল ১০.৩০ টায় সিঙ্গেল বেঞ্চে পঞ্চায়েত মামলার শুনানি হতে চলছে কলকাতা হাইকোর্টে ৷ অর্থাৎ পঞ্চায়েতে অন্তর্বতী স্থগিতাদেশ আরও একদিন বাড়ল ৷
এদিন হাইকোর্টে মামলার আবেদন গ্রহণ না করার জন্য সওয়াল করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ পাশাপাশি নির্বাচন প্রক্রিয়ায় স্থগিতাদেশ নিয়েও প্রশ্ন তুললেন তিনি ৷ তৃণমূল সাংসদ সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চের নির্দেশ এদিন স্মরণ করিয়ে দেন ৷ বলেন, নির্বাচন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ৷
advertisement
advertisement
পঞ্চায়েত ভোটে স্থগিতাদেশ ও হাইকোর্টের এক্তিয়ার। এই প্রশ্নেই আপাতত আটকে পঞ্চায়েত মামলার ভবিষ্যৎ। এদিন দীর্ঘ সওয়ালে বারবারই সেই প্রশ্নই তুললেন তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, নির্বাচন ঘোষণা হলে তাতে হস্তক্ষেপ করা যায় না। হাইকোর্টের স্থগিতাদেশ সু্প্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের এই নির্দেশের পরিপন্থী। এর আগে সুপ্রিম কোর্ট কমিশনকে আইন অনুযায়ী পদক্ষেপ করার নির্দেশ দিয়েছিল। হাইকোর্ট সরাসরি নির্বাচন প্রক্রিয়ায় স্থগিতাদেশ দেয়। এভাবে নির্বাচনে হস্তক্ষেপ করা যায় না বলে দাবি করেন তৃণমূলের আইনজীবী ৷
advertisement
হাইকোর্টে সিঙ্গল বেঞ্চে অন্তর্বতী স্থগিতাদেশ প্রত্যাহারের আর্জি জানান তৃণমূল আইনজীবী তথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রায় ১ ঘণ্টা ধরে সওয়াল করেন তিনি। মূলত ২৪৩ (O) ধারার ওপরই জোর দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ যেখানে বলা হয়েছে নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার পর হস্তক্ষেপ করতে পারে না আদালত।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 17, 2018 4:33 PM IST