পঞ্চায়েত ভোটের জটিলতায় থমকে গিয়েছে জেলার কাজ, বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

Last Updated:

পঞ্চায়েত ভোট প্রক্রিয়ায় মঙ্গলবার পর্যন্ত স্থগিতাদেশ বহাল রাখল আদালত ৷

#কলকাতা: পঞ্চায়েত ভোট প্রক্রিয়ায় মঙ্গলবার পর্যন্ত স্থগিতাদেশ বহাল রাখল আদালত ৷ সিঙ্গলবেঞ্চে মঙ্গলবার হবে পঞ্চায়েতের শুনানি ৷ কলকাতা হাইকোর্টে এদিন শুনানি চলাকালীনই মামলা সিঙ্গল বেঞ্চে পাঠানোর পরামর্শ দেয় ডিভিশন বেঞ্চ ৷ এর পরেই বিরোধীদের উপরে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সোমবার নব্বান্নে তিনি বলেন, বিরোধী দলগুলি ভোটে লড়তে ভয় পাচ্ছে ৷ সেই কারণেই পঞ্চায়েত ভোটের ভবিষ্যত আজ অনিশ্চিয়তার সম্মুখীন ৷ সিপিএম, কংগ্রেস এবং বিজেপিকে ‘জগাই’, ‘মাধাই’ এবং ‘নেতাই’ বলে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু আদালতে মামলার শুনানি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন মুখ্যমন্ত্রী ৷
মুখ্যমন্ত্রী বলেন,
‘রাজনৈতিক দলগুলি ভোটে লড়তে ভয় পাচ্ছে ৷ শুধুমাত্র কুৎসা রটায় টিভিতে মুখ দেখানোর জন্যই ৷ ভোট সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার ৷’
advertisement
তবে, এই পঞ্চায়েত ভোট পিছিয়ে যাওয়ার কারণে আদতে যে রাজ্যেরই ক্ষতি হচ্ছে ৷ সেকথা এদিন স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন,
‘পঞ্চায়েত ভোট নির্ধারিত সময়ে না হওয়ার কারণে থমকে গিয়েছে জেলার কাজ ৷ নতুন কোনও সিদ্ধান্ত নেওয়াও যাচ্ছে না ৷ যে সমস্ত কাজগুলো পড়ে রয়েছে সেই কাজগুলিও যথাযথভাবে হচ্ছে না ৷ ’
advertisement
বিরোধীদের এহেন আচরণের জেরে রাজ্যের উন্নয়নও থমকে যাচ্ছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী ৷ কারণ এই সমস্ত কাজের জন্য নির্ধারিত বেশ কিছু আচরণবিধি রয়েছে ৷ কিন্তু পঞ্চায়েত ভোট না হওয়ার কারণে জেলায় গিয়ে বৈঠক করতে পারছেন না বলেও এদিন আফসোস করেন মুখ্যমন্ত্রী ৷
advertisement
এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন,
‘আমরা ১৫ মে-র ভোট করতে চেয়েছিলাম ৷ কারণ এরপর অত্যাধিক গরম পড়ে যাবে ৷ লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়া অত্যন্ত কষ্টকর হয়ে যাবে সাধারণ মানুষের জন্য ৷ আর তারচেয়েও যদি পিছিয়ে যায় তাহলে আবার বর্ষাকাল পড়ে যাবে ৷ আবার রমজান মাসেও নির্বাচন হলে অনেক সমস্যা হবে ৷ যেমন পুজোর সময়ে নির্বাচন হলে সমস্যা ৷’
advertisement
যেকোনও ধর্মীয় অনুষ্ঠানেই কোনও নির্বাচন প্রক্রিয়া চালাতে নারাজ মুখ্যমন্ত্রী ৷
মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় জেলায় জেলায় সংঘর্ষের ছবি উঠে এসেছে সংবাদ শিরোনামে ৷ এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকেও একহাত নিলেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, ‘সংবাদমাধ্যম প্রতিদিন মিথ্যে অপপ্রচার চালাচ্ছে ৷ ৫৮ হাজার বুথে ৯০ হাজার প্রার্থী মনোনয়ন পেশ করতে পেরেছে ৷ ’ সংঘর্ষ হলে তাহলে এত মনোনয়ন জমা দেওয়া সম্ভব হল কি করে ? এই নিয়েও তিনি এদিন প্রশ্ন ছুঁড়ে দেন ৷
advertisement
সবশেষে বিরোধীকে সরাসরি আক্রমণ করে তিনি বলেন, ‘দাঙ্গা থেকে শিশু চুরি ৷ সারা দেশের মানুষ বিজেপিকে পছন্দ করছে না ৷ ১২ হাজার চাষি মারা গিয়েছে ৷ টাকা লুঠ করছে ৷ তাদের কাছ থেকে রাজনৈতিক জ্ঞান আমরা নিতে চাই না ৷’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
পঞ্চায়েত ভোটের জটিলতায় থমকে গিয়েছে জেলার কাজ, বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement