বিরোধীদের ভয়েই পিছোচ্ছে পঞ্চায়েত ভোট: পার্থ

Last Updated:

পঞ্চায়েত ভোট প্রক্রিয়ার বহাল রইল স্থগিতাদেশ ৷ সিঙ্গেল বেঞ্চে মঙ্গলবার হবে মামলার শুনানি ৷

#কলকাতা: পঞ্চায়েত ভোট প্রক্রিয়ার বহাল রইল স্থগিতাদেশ ৷ সিঙ্গেল বেঞ্চে মঙ্গলবার হবে মামলার শুনানি ৷ পঞ্চায়েত ভোট কবে হবে ? এই প্রশ্নের উত্তর কিন্তু এখনই মিলছে না ৷ আর পঞ্চায়েত ভোটের এই অনিশ্চিয়তার জন্য বিরোধী দলগুলিকেই দায়ী করলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ৷
তৃণমূলের মহাসচিব বলেন,
যাদের নির্বাচন ব্যবস্থার উপরে কোনও আস্থা নেই ৷ যারা নিজেরা তৈরি নন ৷ তাদের হস্তক্ষেপেই নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে যাচ্ছে ৷ কিন্তু আমাদের বুথস্তরের কর্মীরা তৈরি আছেন ৷ উন্নয়নকে সামনে রেখে কাজ করছেন তারা ৷
একইসঙ্গে তিনি দাবি করেন, মমতার নেতৃত্বে রাজ্যের সর্বত্র উন্নয়ন হচ্ছে ৷ কিন্তু সেই উন্নয়নকেই ভয় পাচ্ছে বিরোধীরা ৷
advertisement
advertisement
সোমবার হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের অন্তর্বর্তী স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় নির্বাচন কমিশন ও তৃণমূল কংগ্রেস ৷ এই নিয়েই ডিভিশন বিচারপতিদের প্রশ্নের মুখে পড়েন তৃণমূল আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ কারণ ১৬ এপ্রিল অবধি স্থগিতাদেশ জারি নিয়ে সিঙ্গেল বেঞ্চের রায়ের অপেক্ষা না করেই কেন ডিভিশন বেঞ্চে আবেদন জানান হয়েছে ৷ এই প্রশ্নের পাল্টা যুক্তি দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও ৷ তিনি বলেন, সিঙ্গল বেঞ্চ পক্ষপাতদুষ্ট রায় দেওয়ার কারণেই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন তারা ৷
advertisement
যদিও মঙ্গলবার পর্যন্ত স্থগিতাদেশ বহাল রাখল আদালত ৷ মামলাকারীকে সিঙ্গল বেঞ্চে যাওয়ার পরামর্শ দিয়ে ডিভিশন বেঞ্চের অন্যতম বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার বলেন,‘আপনারা সিঙ্গল বেঞ্চে যান ৷ যদি সিঙ্গল বেঞ্চে কিছু না পান ৷ তাহলে কাল আবার ডিভিশন বেঞ্চে আসুন ৷ এই মামলা সিঙ্গল বেঞ্চের বিচার তালিকায় ৷ সিঙ্গল বেঞ্চে যাচ্ছেন না কেন?’
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বিরোধীদের ভয়েই পিছোচ্ছে পঞ্চায়েত ভোট: পার্থ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement