বিরোধীদের ভয়েই পিছোচ্ছে পঞ্চায়েত ভোট: পার্থ

Last Updated:

পঞ্চায়েত ভোট প্রক্রিয়ার বহাল রইল স্থগিতাদেশ ৷ সিঙ্গেল বেঞ্চে মঙ্গলবার হবে মামলার শুনানি ৷

#কলকাতা: পঞ্চায়েত ভোট প্রক্রিয়ার বহাল রইল স্থগিতাদেশ ৷ সিঙ্গেল বেঞ্চে মঙ্গলবার হবে মামলার শুনানি ৷ পঞ্চায়েত ভোট কবে হবে ? এই প্রশ্নের উত্তর কিন্তু এখনই মিলছে না ৷ আর পঞ্চায়েত ভোটের এই অনিশ্চিয়তার জন্য বিরোধী দলগুলিকেই দায়ী করলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ৷
তৃণমূলের মহাসচিব বলেন,
যাদের নির্বাচন ব্যবস্থার উপরে কোনও আস্থা নেই ৷ যারা নিজেরা তৈরি নন ৷ তাদের হস্তক্ষেপেই নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে যাচ্ছে ৷ কিন্তু আমাদের বুথস্তরের কর্মীরা তৈরি আছেন ৷ উন্নয়নকে সামনে রেখে কাজ করছেন তারা ৷
একইসঙ্গে তিনি দাবি করেন, মমতার নেতৃত্বে রাজ্যের সর্বত্র উন্নয়ন হচ্ছে ৷ কিন্তু সেই উন্নয়নকেই ভয় পাচ্ছে বিরোধীরা ৷
advertisement
advertisement
সোমবার হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের অন্তর্বর্তী স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় নির্বাচন কমিশন ও তৃণমূল কংগ্রেস ৷ এই নিয়েই ডিভিশন বিচারপতিদের প্রশ্নের মুখে পড়েন তৃণমূল আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ কারণ ১৬ এপ্রিল অবধি স্থগিতাদেশ জারি নিয়ে সিঙ্গেল বেঞ্চের রায়ের অপেক্ষা না করেই কেন ডিভিশন বেঞ্চে আবেদন জানান হয়েছে ৷ এই প্রশ্নের পাল্টা যুক্তি দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও ৷ তিনি বলেন, সিঙ্গল বেঞ্চ পক্ষপাতদুষ্ট রায় দেওয়ার কারণেই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন তারা ৷
advertisement
যদিও মঙ্গলবার পর্যন্ত স্থগিতাদেশ বহাল রাখল আদালত ৷ মামলাকারীকে সিঙ্গল বেঞ্চে যাওয়ার পরামর্শ দিয়ে ডিভিশন বেঞ্চের অন্যতম বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার বলেন,‘আপনারা সিঙ্গল বেঞ্চে যান ৷ যদি সিঙ্গল বেঞ্চে কিছু না পান ৷ তাহলে কাল আবার ডিভিশন বেঞ্চে আসুন ৷ এই মামলা সিঙ্গল বেঞ্চের বিচার তালিকায় ৷ সিঙ্গল বেঞ্চে যাচ্ছেন না কেন?’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বিরোধীদের ভয়েই পিছোচ্ছে পঞ্চায়েত ভোট: পার্থ
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement