রাত পোহালেই এসএসসি পরীক্ষা! সতর্ক প্রশাসন, পরীক্ষার্থীদের সাহায্যের জন্য খোলা হল কন্ট্রোল রুম
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
রাত পোহালেই এসএসসি পরীক্ষা আর সেই পরীক্ষা নিয়ে কোনও ত্রুটি রাখতে চায় না স্কুল সার্ভিস কমিশন। ইতিমধ্যেই, স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুম খোলা হয়েছে স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকেও।
কলকাতা: রাত পোহালেই এসএসসি পরীক্ষা আর সেই পরীক্ষা নিয়ে কোনও ত্রুটি রাখতে চায় না স্কুল সার্ভিস কমিশন। ইতিমধ্যেই, স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুম খোলা হয়েছে স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকেও।
জানা গিয়েছে, এসএসসির পক্ষ থেকে এই কন্ট্রোল রুম শুরু হবে আগামীকাল সকাল আটটা থেকে। অন্যদিকে, স্কুল শিক্ষা দফতরের এই কন্ট্রোল রুম খোলা থাকবে আগামীকাল সকাল ১০টা থেকে। নিচে এসএসসির কেন্দ্রীয় কার্যালয়ের কন্ট্রোল রুমের পাশাপাশি আঞ্চলিক অফিসগুলোর নাম্বারও দেওয়া হল-
১ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন – ০৩৩- ২৩২১৪৫৫০
advertisement
advertisement
৯০৫১১৭৬৪০০
৯০৫১১৭৬৫০০
২ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন ইস্টার্ন রিজিয়ন- ৯২৩৯৬৪৬৩৬১
৩ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন ওয়েস্টার্ন রিজিয়ন- ৬২৯৪১২৪০৫৯
৪ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন সাদার্ন রিজিয়ন- ৯০৬৪৮০৬৮৩৩
৫ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন নর্দার্ন রিজিয়ন- ৯০৬৪৮০৬৮৩৩
৬ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন সাউথ ইস্টার্ন রিজিয়ন- ৯৬৮১৬৮৩৬৬৭
কলকাতার পরীক্ষাকেন্দ্রে নিরাপত্তা ও পরীক্ষার্থীদের সহায়তায় রাস্তায় বিশেষ পুলিশি ব্যবস্থা করা হচ্ছে লালবাজারের তরফে। পরীক্ষা কেন্দ্রে একজন সাব ইন্সপেক্টরের তত্ত্বাবধানে ৬-৭ জন, কোনও কোনও কেন্দ্রে ৮জন পুলিশকর্মী থাকবেন। থাকবেন মহিলা পুলিশকর্মী। পরীক্ষার্থীদের কোনও সমস্যা হলে দ্রুত পরিষেবা দেওয়া হবে। প্রয়োজনে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও থাকবে। প্রয়োজনে ১০০ ডায়ালে ফোন করে নিতে পারবেন পরীক্ষার্থীরা।
advertisement
প্রসঙ্গত, আগামিকাল অর্থাৎ রবিবার এবং ১৪ সেপ্টেম্বর এসএসসির শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৭ সেপ্টেম্বর রবিবার নেওয়া হবে নবম ও দশম শ্রেণীর এবং ১৪ তারিখ একাদশ–দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়া হবে। সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে এবারের এসএসসি পরীক্ষা। এবার পরীক্ষার নিয়ম হবে আগের চেয়ে অনেক বেশি কড়া। ওএমআর শিট নিয়েও চালু হল নতুন নিয়ম।
advertisement
এবার লিখিত পরীক্ষায় পরীক্ষার্থীরা লিখিত পরীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে ও এম আর এর কার্বন কপি নিয়ে যেতে পারবেন। ওএমআর-এ উত্তর বাদে অন্য মন্তব্য বা ছবি আঁকলে বাতিল হতে পারে পরীক্ষা। যদি কারও অ্যাডমিট কার্ড নিয়ে সমস্যা হয় তাহলে তার সঙ্গে আধার কার্ড রাখতে হবে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 06, 2025 7:24 PM IST