শিট নষ্ট মামলায় সিবিআই তদন্ত; তথ্য চাপা দিতেই নষ্ট করা হয়েছে OMR শিট, বললেন সুকান্ত মজুমদার
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
'টাকা দিয়েই চাকরি...'। জোড়া ফুল শিবিরকে আক্রমণ পদ্ম শিবিরের।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা- ‘‘একজন শিক্ষামন্ত্রী জেলে গিয়েছেন। অপেক্ষায় আরও একজন। কেউ ধোয়া তুলসিপাতা নন। তথ্য চাপা দিতেই নষ্ট করা হয়েছে ওএমআর শিট। কেন নষ্ট হল? কারা নষ্ট করল ? কাদের চাকরি দেওয়া হয়েছিল ? তারা কী দিয়ে চাকরি পেয়েছিল ? একের পর এক যা তথ্য সামনে আসছে তাতে তৃণমূলকে টাকা না দিয়ে তো চাকরি অসম্ভব। আদালতের নির্দেশে এ ব্যাপারে সিবিআই তদন্তকে স্বাগত জানাচ্ছি।’’ শিট নষ্ট মামলায় সিবিআই তদন্তের নির্দেশের পরিপ্রেক্ষিতে এমনটাই প্রতিক্রিয়া দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
আরও অস্বস্তিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ ৷ ২০১৪ সালের ওএমআর শিট নষ্টের মামলায় নতুন করে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ এ ব্যাপারে মানিক ভট্টাচার্য তদন্তে অসহযোগিতা করলে তাঁকে হেফাজতে নিয়েও সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি ৷ নির্দেশ দিতে গিয়ে বিচারপতি উল্লেখ করেন, কোনও টেন্ডার ছাড়া ওএমআর শিট নষ্ট করায় প্রাথমিক শিক্ষা পর্ষদের নিন্দনীয় অভিপ্রায় লক্ষ্য করা গিয়েছে। নির্দিষ্ট একটি সংস্থাকে বাছাই করে, তাদের দিয়ে ওএমআর শিটের কাজ করানো অনেক কিছুর সন্দেহ তৈরি করে বলেও নির্দেশ দিতে গিয়ে উল্লেখ করেন বিচারপতি ৷
advertisement
advertisement
মামলার নির্দেশ দিতে গিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের আরও পর্যবেক্ষণ, ওএমআর শিট ডিজিটাইজ মোডে সংরক্ষণ করা হয়েছে, যা করা উচিত স্ক্যান মোডে। স্ক্যান মোডে সংরক্ষিত থাকলে ওএমআর শিট বদলানো অথবা জালিয়াতি করা যায় না। তথ্য জানার অধিকার আইনে ওএমআর শিট পরীক্ষার্থীরা চাইলে তাঁদের দেওয়া হয়েছে ডিজিটাইজ মোডের ওএমআর শিট। আবার পর্ষদ অনেক ক্ষেত্রে পরীক্ষার্থীদের জানিয়েছে, ওএমআর শিট নষ্ট করা হয়ে গিয়েছে, নির্ধারিত সময়ে না আসায় তা দেওয়া সম্ভব নয়। ওএমআর শিট ডিজিটাইজ মোডে কেন সংরক্ষণ করা হয় এবং কেন নষ্ট করা হয়েছে, সেই মর্মে রিপোর্ট চাওয়া হয় হাইকোর্টের তরফে। পর্ষদ রিপোর্ট দেয়।
advertisement
পর্ষদের রিপোর্টকে সামনে রেখে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ, ‘‘২০ লক্ষ পরীক্ষার্থীর ওএমআর শিট ছিল। তার মধ্যে ১২.৯৫ লক্ষ ওএমআর শিট নষ্ট করা হয়েছে। কোন কোন পরীক্ষার্থীর ওএমআর শিট নষ্ট করা হয়েছে, তা জানাতে ব্যর্থ প্রাথমিক শিক্ষা পর্ষদ।’’ আর এরপরই সিবিআই তদন্তের নির্দেশের পর দুর্নীতি ইস্যুতে এই মুহূর্তে আরও এক নয়া হাতিয়ার বঙ্গ বিজেপির হাতে। যে হাতিয়ারকে ব্যবহার করে ইতিমধ্যেই সুর চড়ালেন গেরুয়া শিবিরের এ রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 28, 2022 7:44 AM IST