EXCLUSIVE: ‘দলে থেকে দলের লোকসান করবেন না, আস্থা-ভরসা না থাকলে দল ছেড়ে দিন...’ কড়া বার্তা মিঠুন চক্রবর্তীর 

Last Updated:

‘‘অনেকেই দু’নৌকায় পা দিয়ে চলছেন। আমার কাছে সব তথ্য আছে।’’ বিস্ফোরক মিঠুন। 

‘‘অনেকেই দু’নৌকায় পা দিয়ে চলছেন। আমার কাছে সব তথ্য আছে।’’ বিস্ফোরক মিঠুন
‘‘অনেকেই দু’নৌকায় পা দিয়ে চলছেন। আমার কাছে সব তথ্য আছে।’’ বিস্ফোরক মিঠুন
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, চুঁচুড়া: ‘‘দলে থেকে দলের লোকসান করবেন না। দলের প্রতি আস্থা-ভরসা না থাকলে দল ছেড়ে দিন। আমার কাছে সব তথ্য আছে যে, অনেকেই দু’নৌকায় পা দিয়ে চলছেন। এটা ঠিক নয়। সবাইকে এক হয়ে কাজ করতে হবে।’’ কড়া বার্তা মিঠুন চক্রবর্তীর।
প্রাক পুজো সম্মেলন উপলক্ষে চুঁচুড়ার কর্মসূচিতে অংশ নিয়ে সাংগঠনিক নেতৃত্বের সঙ্গে আলাপচারিতায় এমনটাই মন্তব্য করলেন বিজেপির জাতীয় কর্ম সমিতির অন্যতম সদস্য মিঠুন চক্রবর্তী বলে বিজেপি সূত্রের খবর। মঙ্গলবারের সাংগঠনিক বৈঠকে মিঠুন এও বলেন, ‘‘সবাইকে এক হয়ে লড়াই করতে হবে। বুথে বুথে আগে ডিফেন্স তৈরি করুন। শুধুমাত্র স্লোগান নয়, উন্নয়নের মাধ্যমে বিজেপি বেড়েছে।’’ কর্মীদের মিঠুনের বার্তা, ‘‘মন্ডল সভাপতি জেলা সভাপতিদের এড়িয়ে চেয়ার টোপকে দলের সভাপতির কাছে যাবেন না। দলের শৃঙ্খলা মেনে চলতেই হবে। আর তা না মানলে দল ছেড়ে দিন।’’ বৈঠকে অংশগ্রহণকারী এক পদ্ম নেতার দাবি এমনটাও সাফ জানিয়েছেন মিঠুন।
advertisement
advertisement
এদিন নিজের বক্তব্যের মধ্যেই মিঠুন তিনি বলিউডে কীভাবে প্রতিষ্ঠা পেয়েছিলেন, সেই হার না মান নিজের লড়াইয়ের কথাও তুলে ধরে বলেন, ‘‘বাঙালি হিসেবে বাংলা থেকে মুম্বই যাওয়ায় বহুবার তাঁকে নানাভাবে প্রতি পদে পদে হেনস্থা ও বাধার সম্মুখীন হতে হয়েছে। কিন্তু আমি লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে আসিনি।’’ এই প্রসঙ্গ উল্লেখ করে  ঠিক একইভাবে  বিজেপির নেতা-কর্মীদের অবিরাম লড়াই করলে বাংলায় বিজেপি যে একদিন ক্ষমতার স্বাদ  পাবেই সে কথাও এদিন নিজের বক্তব্যে তুলে ধরেন মিঠুন চক্রবর্তী বলে বিজেপি শিবির সূত্রের খবর।
advertisement
অনেক বাধা আসবে বিপত্তি আসবে। সেই সমস্ত ঝড়-ঝাপটা প্রতিরোধ করার ক্ষমতা তখনই থাকবে যখন বুথ স্তরে সংগঠনের শক্তি থাকবে। তাই আর দেরি নয়, আজই শপথ নিন বুথে বুথে সাংগঠনিক শক্তি বৃদ্ধির। বৈঠকে সবাইকে দলীয় শৃঙ্খলা মেনে কাজ করার পরামর্শও দেন 'মহাগুরু'।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
EXCLUSIVE: ‘দলে থেকে দলের লোকসান করবেন না, আস্থা-ভরসা না থাকলে দল ছেড়ে দিন...’ কড়া বার্তা মিঠুন চক্রবর্তীর 
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement