বালুরঘাটের পর বর্ধমান! 'প্রশাসনিক' অনুমতি না মেলায় মিঠুন চক্রবর্তীর সভা বাতিল বিজেপির

Last Updated:

মিঠুনের বুধবারের সমস্ত কর্মসূচিই বাতিল করা হল বলে বিজেপি নেতৃত্ব জানিয়েছে।

 বাংলায় মিঠুন
বাংলায় মিঠুন
কলকাতা: বালুরঘাটের ছায়া বর্ধমানে। আগামিকাল বুধবার, বঙ্গ বিজেপির পক্ষ থেকে প্রাক পুজো সম্মেলন উপলক্ষে শেষ দিনের মিঠুন চক্রবর্তীর কর্মসূচি ছিল বর্ধমানে। রাজনৈতিক এই কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল মিঠুন চক্রবর্তীর। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, চলতি মাসের ২১ তারিখ জেলা প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছিল সরকারি প্রেক্ষাগৃহটি তাদের কর্মসূচিতে ব্যবহার করতে দেওয়ার জন্য। কিন্তু আজ বিকেল পর্যন্ত সে ব্যাপারে কোনও রকম অনুমতি না দেওয়ার কারণেই মিঠুন চক্রবর্তীর সফর বাতিল ঘোষণা করল বঙ্গ বিজেপি।
বর্ধমানের পর মিঠুন চক্রবর্তীর এদিনই বীরভূমের বোলপুরেও একই কর্মসূচি ছিল। মিঠুনের বুধবারের সমস্ত কর্মসূচিই বাতিল করা হল বলে বিজেপি নেতৃত্ব জানিয়েছে। বালুরঘাটেও মিঠুন চক্রবর্তীর থাকার জন্য সার্কিট হাউসের আবেদন করা হলেও শেষ পর্যন্ত তা দেওয়া হয়নি বলে দাবি করেছিল বিজেপি। এবার বর্ধমান জেলা প্রশাসনের বিরুদ্ধেও জেলা পরিষদের নির্দিষ্ট প্রেক্ষাগৃহে মিঠুনের রাজনৈতিক কর্মসূচিতে অনুমতি না দেওয়ার অভিযোগ সামনে আনল বিজেপি।
advertisement
মূলত জনসংযোগের লক্ষ্যেই বঙ্গ বিজেপি মিঠুন চক্রবর্তীকে 'মুখ' করে প্রাক পুজো সম্মেলনের আয়োজন করেছিল। যে কর্মসূচি শুরু হয় কলকাতা দিয়ে। এরপর একে একে মালদা, বালুরঘাট হুগলির চুঁচুড়ার পর বুধবার কর্মসূচির শেষ দিনে পূর্ব বর্ধমান এবং বীরভূমে দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল মিঠুন চক্রবর্তীর। প্রশাসনের অসহযোগিতার অভিযোগ সামনে এনে শেষ দিনের মিঠুন চক্রবর্তীর সমস্ত কর্মসূচি বাতিল করলো গেরুয়া শিবির।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বালুরঘাটের পর বর্ধমান! 'প্রশাসনিক' অনুমতি না মেলায় মিঠুন চক্রবর্তীর সভা বাতিল বিজেপির
Next Article
advertisement
Ajker Rashifal | Horoscope Today: রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement