বালুরঘাটের পর বর্ধমান! 'প্রশাসনিক' অনুমতি না মেলায় মিঠুন চক্রবর্তীর সভা বাতিল বিজেপির
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
মিঠুনের বুধবারের সমস্ত কর্মসূচিই বাতিল করা হল বলে বিজেপি নেতৃত্ব জানিয়েছে।
কলকাতা: বালুরঘাটের ছায়া বর্ধমানে। আগামিকাল বুধবার, বঙ্গ বিজেপির পক্ষ থেকে প্রাক পুজো সম্মেলন উপলক্ষে শেষ দিনের মিঠুন চক্রবর্তীর কর্মসূচি ছিল বর্ধমানে। রাজনৈতিক এই কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল মিঠুন চক্রবর্তীর। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, চলতি মাসের ২১ তারিখ জেলা প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছিল সরকারি প্রেক্ষাগৃহটি তাদের কর্মসূচিতে ব্যবহার করতে দেওয়ার জন্য। কিন্তু আজ বিকেল পর্যন্ত সে ব্যাপারে কোনও রকম অনুমতি না দেওয়ার কারণেই মিঠুন চক্রবর্তীর সফর বাতিল ঘোষণা করল বঙ্গ বিজেপি।
বর্ধমানের পর মিঠুন চক্রবর্তীর এদিনই বীরভূমের বোলপুরেও একই কর্মসূচি ছিল। মিঠুনের বুধবারের সমস্ত কর্মসূচিই বাতিল করা হল বলে বিজেপি নেতৃত্ব জানিয়েছে। বালুরঘাটেও মিঠুন চক্রবর্তীর থাকার জন্য সার্কিট হাউসের আবেদন করা হলেও শেষ পর্যন্ত তা দেওয়া হয়নি বলে দাবি করেছিল বিজেপি। এবার বর্ধমান জেলা প্রশাসনের বিরুদ্ধেও জেলা পরিষদের নির্দিষ্ট প্রেক্ষাগৃহে মিঠুনের রাজনৈতিক কর্মসূচিতে অনুমতি না দেওয়ার অভিযোগ সামনে আনল বিজেপি।
advertisement
মূলত জনসংযোগের লক্ষ্যেই বঙ্গ বিজেপি মিঠুন চক্রবর্তীকে 'মুখ' করে প্রাক পুজো সম্মেলনের আয়োজন করেছিল। যে কর্মসূচি শুরু হয় কলকাতা দিয়ে। এরপর একে একে মালদা, বালুরঘাট হুগলির চুঁচুড়ার পর বুধবার কর্মসূচির শেষ দিনে পূর্ব বর্ধমান এবং বীরভূমে দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল মিঠুন চক্রবর্তীর। প্রশাসনের অসহযোগিতার অভিযোগ সামনে এনে শেষ দিনের মিঠুন চক্রবর্তীর সমস্ত কর্মসূচি বাতিল করলো গেরুয়া শিবির।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 27, 2022 11:35 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বালুরঘাটের পর বর্ধমান! 'প্রশাসনিক' অনুমতি না মেলায় মিঠুন চক্রবর্তীর সভা বাতিল বিজেপির