হোম /খবর /কলকাতা /
‘‌দরকারে পাই, সরকারে চাই’‌, নতুন স্লোগানে নতুন সুর বামেদের

‘‌দরকারে পাই, সরকারে চাই’‌, নতুন স্লোগানে নতুন সুর বামেদের

ক’‌দিন আগেই দাবি ওঠে সাম্প্রতিক অতীতে বামেদের জ‌নপ্রিয় স্লোগান 'সরকারে নেই, দরকারে আছি'...এটা বদল করা দরকার।

  • Last Updated :
  • Share this:

#‌কলকাতা:‌ ২০১১ সালে পরাজিত বামফ্রন্টের স্লোগান ছিল ‘‌কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ’‌। সেই স্লোগানে কাজ হয়নি। এরপর ক্রমেই কমেছে ভোট, কমেছে আসন সংখ্যা। কিন্তু এবার নতুন করে বেঁচে ওঠার স্বপ্ন দেখতেই বামেদের অন্দর থেকে উঠে এসেছে নতুন স্লোগান, ‘‌দরকারে পাই, সরকারে চাই,’‌। আর সেই স্লোগানে ভর করেই নতুন করে খেলা ঘুরিয়ে দেওয়ার আশা দেখছে বাম শিবির। কারণ ক’‌দিন আগেই দাবি ওঠে সাম্প্রতিক অতীতে বামেদের জ‌নপ্রিয় স্লোগান 'সরকারে নেই, দরকারে আছি'...এটা বদল করা দরকার।

কিন্তু কেন এই স্লোগান বদলানোর কথা ভেবেছে আলিমুদ্দিন স্ট্রিট? দলীয় সূত্রে খবর, সংসদীয় রাজনীতিতে নির্বাচনে অংশগ্রহন, নির্বাচনে জয়লাভ করা এবং সরকার গঠন করাই লক্ষ্য থাকে রাজনৈতিক দলগুলির। সিপিআইএম-ও তারই একটা অঙ্গ। আর কয়েক মাস পর বিধানসভা নির্বাচন। দলকে নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়ে দিয়েছেন দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। দলও ইতিমধ্যেই সেই কাজ শুরু করে দিয়েছে। বাম শরিক ও কংগ্রেসের সঙ্গে আলোচনা চলছে। দলের তরফেও কর্মসূচি, রণকৌশলের ব্লু প্রিন্ট তৈরি করা হচ্ছে। এই সময় 'সরকারে নেই দরকারে আছি' এই স্লোগানটি নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেই মনে করেছেন নেতৃত্বের একাংশ। দলের রাজ্য কমিটির এক সদস্যের কথায়, "আমরা কোনও স্বেচ্ছাসেবী সংস্থা নই। রাজনৈতিক দল। আর সরকারই পারে সব দিক থেকে মানুষের জন্য কাজ করতে। তাই বিকল্প সরকার গঠন করার লক্ষ্যেই আমাদের এগতে হবে।"

তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়, 'দরকারে পাই, সরকারে চাই' স্লোগানটিতেই শেষ পর্যন্ত শিলমোহর দেয় আলিমুদ্দিন স্ট্রিট।

Published by:Uddalak Bhattacharya
First published:

Tags: New slogan