Nepal: অশান্ত নেপাল, আঁচ পড়বে বাংলায়? বড়সড় প্রস্তুতি নিয়ে রাখছে নবান্ন! চলে গেল নির্দেশ
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Nepal: ফেসবুক, হোয়্যাটসঅ্যাপ, ইনস্টাগ্রাম-সহ একাধিক সোশ্যাল মিডিয়া নিষিদ্ধে ঘোষণাকে কেন্দ্র করে উত্তাল নেপাল।
কলকাতা: ফেসবুক, হোয়্যাটসঅ্যাপ, ইনস্টাগ্রাম-সহ একাধিক সোশ্যাল মিডিয়া নিষিদ্ধে ঘোষণাকে কেন্দ্র করে উত্তাল নেপাল। ক্রমশ উদ্বেগজনক পরিস্থিতি ভারতের প্রতিবেশে দেশের রাজধানীতে। পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলা রয়েছে নেপাল সীমান্তে। তাই নেপালের পরিস্থিতি নিয়ে উত্তরবঙ্গের কয়েকটি জেলার এসপি-সিপিকে সতর্ক করল রাজ্য।
সোমবার রাজ্য পুলিশের ডিজি রাজিব কুমার উত্তরবঙ্গের আইজি, দার্জিলিং জেলার এসপি, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের সিপিকে বিশেষ নির্দেশ দিলেন। নেপাল সীমান্তবর্তী এলাকাগুলিতে নজরদারি নির্দেশ। সোশ্যাল মিডিয়ার ওপর নজরদারি চালানোর নির্দেশ। এমনটাই জানা গিয়েছে নবান্ন সূত্রে।
আরও পড়ুন: বাড়িতে বা বাড়ির আশপাশে থাকলে এখনই সরিয়ে ফেলুন! এই ৫ জিনিসই ‘ডেকে আনে’ সাপকে, ঘরে ঢুকে আসবে বিষধর
advertisement
advertisement
প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করে দেওয়ার অভিযোগে উত্তপ্ত নেপালের রাজধানী কাঠমান্ডু। সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং দেশে দুর্নীতিতে ইতি টানার দাবিতেই শুরু হয়েছে প্রবল বিক্ষোভ৷ জনরোষের জেরে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে নেপালের সংসদ ভবনের একাংশে৷ এ ছাড়াও একাধিক সরকারি দফতরেও ভাঙচুর, আগুন ধরানোর চেষ্টা হয়৷ ভারত এবং নেপাল সীমান্তে রয়েছে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 08, 2025 8:37 PM IST