'বাংলার স্বার্থবিরোধী কোনও কাজ বরদাস্ত নয়' রবীন্দ্রনাথের ছবি পোড়ানোর ঘটনায় বড় পদক্ষেপ করল TMCP! বিবৃতি জারি করে বহিষ্কার অভিযুক্তকে
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
প্রতিবাদ দেখাতে গিয়ে পুড়িয়ে ফেলেছিলেন রবীন্দ্রনাথের ছবি, সেই ছাত্রকেই এবার নিজেদের দল থেকে বহিষ্কার করল তৃণমূল ছাত্র পরিষদ। সোমবার এই মর্মে একটি বিবৃতি জারি করা হয় ওই ছাত্র সংগঠনের সম্পাদক তৃণাঙ্কুর ভট্টাচার্যের পক্ষ থেকে। প্রসঙ্গত, কিছুদিন আগেই বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ দেখাচ্ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যেরা। সেই কর্মসূচিতে পোড়ানো হচ্ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছবি। সেই সময় আগুন লাগানো হয়েছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতেও! মালদহের কলেজের সেই ঘটনায় এ বার পদক্ষেপ করল তৃণমূল ছাত্র পরিষদ।
কলকাতা: প্রতিবাদ দেখাতে গিয়ে পুড়িয়ে ফেলেছিলেন রবীন্দ্রনাথের ছবি, সেই ছাত্রকেই এবার নিজেদের দল থেকে বহিষ্কার করল তৃণমূল ছাত্র পরিষদ। সোমবার এই মর্মে একটি বিবৃতি জারি করা হয় ওই ছাত্র সংগঠনের সম্পাদক তৃণাঙ্কুর ভট্টাচার্যের পক্ষ থেকে।
প্রসঙ্গত, কিছুদিন আগেই বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ দেখাচ্ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যেরা। সেই কর্মসূচিতে পোড়ানো হচ্ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছবি। সেই সময় আগুন লাগানো হয়েছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতেও! মালদহের কলেজের সেই ঘটনায় এ বার পদক্ষেপ করল তৃণমূল ছাত্র পরিষদ।
যিনি রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগিয়েছিলেন বলে অভিযোগ, তাঁকে সংগঠন থেকে বহিষ্কার করা হল সোমবার। অভিযুক্তের নাম এবি সোয়েল। একই সঙ্গে মালদহের কলেজে ছাত্র পরিষদের ইউনিট ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছেন নেতৃত্ব।
advertisement
advertisement
ছাত্র পরিষদের তরফে ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘‘আমরা সর্বদা দেশের মহামনীষী, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি গভীর শ্রদ্ধাশীল। সংগঠনের নীতি ও মূল্যবোধের পরিপন্থী কোনও কাজকে কখনওই বরদাস্ত করা হবে না। পাশাপাশি বাংলার স্বার্থবিরোধী ও বিজেপির বিদ্বেষমূলক রাজনীতির বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 08, 2025 10:51 PM IST