ছোট গাড়ির জেরে বড় সর্বনাশ! চা-বাগান থেকে ফেরার পথে শ্রমিকদের ওপর নেমে এল বিপর্যয়

Last Updated:

মুহূর্তের মধ্যে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তখন গাড়ি ভর্তি চা বাগানের অস্থায়ী শ্রমিক।

আহতদের নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।
আহতদের নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।
জলপাইগুড়ি, সুরজিৎ দে : জীবন বাজি রেখে প্রতিদিন অল্প কিছু উপার্জনের আশায় চা বাগানে কাজ করতে যান শ্রমিকরা। কিন্তু সেই পথেই আবারও নেমে এল কালো ছায়া। সোমবার সন্ধ্যায় নাগরাকাটা ব্লকের টিআরএ এলাকায় শ্রমিকবোঝাই একটি পিকআপ ভ্যান ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়।
সূত্রের খবর, হোপ চা বাগান থেকে কাজ শেষে দেবপাড়া, আম্বাদি, তোতাপাড়া ও কাঠালগুড়ি এলাকার শ্রমিকরা ফিরছিলেন বানারহাটে। ঠিক সেই সময় হঠাৎই একটি দ্রুতগামী মোটরসাইকেল চলে আসে গাড়ির সামনে। চালক বাইকটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারান। মুহূর্তের মধ্যে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তখন গাড়ি ভর্তি চা বাগানের অস্থায়ী শ্রমিক। এই ঘটনায় প্রায় ৩৫ জন শ্রমিক আহত হয়েছেন।
advertisement
আরও পড়ুন : পেয়ারা তুলতে যাওয়া কাল হল! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ইটের দেওয়াল, মর্মান্তিক পরিণতি কিশোরের
তাঁদের মধ্যে অন্তত চারজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়রা তৎক্ষণাৎ পুলিশকে খবর দেন। নাগরাকাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর সকলকেই মালবাজার মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় এক বাসিন্দা জানান, চা বাগান কর্তৃপক্ষ যদি একটা বড় গাড়ির ব্যবস্থা করে দিত, তাহলে এভাবে মাঝেমধ্যেই শ্রমিকদের আহত অথবা প্রাণ যেত না। তাই তাদের চা বাগান কর্তৃপক্ষের কাছে একটাই অনুরোধ শ্রমিকদের জন্য দ্রুত বড় ধরনের একটি গাড়ির ব্যবস্থা করে দেওয়া হোক।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ছোট গাড়ির জেরে বড় সর্বনাশ! চা-বাগান থেকে ফেরার পথে শ্রমিকদের ওপর নেমে এল বিপর্যয়
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস ! রইল আবহাওয়ার আপডেট
দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস ! রইল আবহাওয়ার আপডেট
  • দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি

  • উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস !

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement