Indian Railways: ‘ভিতরে কে আছেন?,’ স্টেশনের টয়লেটে একটানা বেজে যাচ্ছিল ফোন! আসছিল না উত্তর..GRP-কে খবর দিতেই..

Last Updated:
স্টেশনের টয়লেটের বাইরে থাকা যাত্রীরা এ নিয়ে কথা বলতে শুরু করেন৷ তবে কি কেউ ভিতরে অসুস্থ হয়ে পড়েছে?
1/7
স্টেশনের টয়লেট থেকে ক্রমাগত ফোন বাজার শব্দ আসছিল৷ ফোন বাজতে শুরু করার পর ফুল রিং হয়ে থেমে যাচ্ছিল রিংটোন৷ থামার সাথে সাথেই ফের বাজতে শুরু করছিল ফোন৷ কিন্তু, কেউই ফোন তুলছিল না বা বন্ধও করছিল না৷ আর টয়লেটের দরজাও খুলছিল না৷
স্টেশনের টয়লেট থেকে ক্রমাগত ফোন বাজার শব্দ আসছিল৷ ফোন বাজতে শুরু করার পর ফুল রিং হয়ে থেমে যাচ্ছিল রিংটোন৷ থামার সাথে সাথেই ফের বাজতে শুরু করছিল ফোন৷ কিন্তু, কেউই ফোন তুলছিল না বা বন্ধও করছিল না৷ আর টয়লেটের দরজাও খুলছিল না৷
advertisement
2/7
স্টেশনের টয়লেটের বাইরে থাকা যাত্রীরা এ নিয়ে কথা বলতে শুরু করেন৷ তবে কি কেউ ভিতরে অসুস্থ হয়ে পড়েছে? ওই টয়লেটের দরজাতেও ধাক্কা দেন অনেকে৷ কিন্তু ভিতর থেকে কেউ কোনও উত্তরই দিচ্ছিলেন না৷
স্টেশনের টয়লেটের বাইরে থাকা যাত্রীরা এ নিয়ে কথা বলতে শুরু করেন৷ তবে কি কেউ ভিতরে অসুস্থ হয়ে পড়েছে? ওই টয়লেটের দরজাতেও ধাক্কা দেন অনেকে৷ কিন্তু ভিতর থেকে কেউ কোনও উত্তরই দিচ্ছিলেন না৷
advertisement
3/7
স্পষ্ট বোঝা যাচ্ছিল, ভিতরে কেউ বসে আছে. কিন্তু ফোন তুলছিল না৷ তখন কয়েকজন মিলে স্টেশনে থাকা GRP থানায়৷ জানায়, স্টেশনের টয়লেটে একটি দরজার ভিতর থেকে ক্রমাগত ফোন বেজে যাওয়ার শব্দ আসছে৷ মনে হয় কেউ অসুস্থ৷ সঙ্গে সঙ্গে স্টেশনের টয়লেটের দিকে ছুটে যায় GRP-র একটি দল৷
স্পষ্ট বোঝা যাচ্ছিল, ভিতরে কেউ বসে আছে. কিন্তু ফোন তুলছিল না৷ তখন কয়েকজন মিলে স্টেশনে থাকা GRP থানায়৷ জানায়, স্টেশনের টয়লেটে একটি দরজার ভিতর থেকে ক্রমাগত ফোন বেজে যাওয়ার শব্দ আসছে৷ মনে হয় কেউ অসুস্থ৷ সঙ্গে সঙ্গে স্টেশনের টয়লেটের দিকে ছুটে যায় GRP-র একটি দল৷
advertisement
4/7
GRP-ও টয়লেটে গিয়ে দেখে ওই ঘটনা৷ ফোন বাজছে৷ কেউ তুলছে না৷ সকলে আলোচনা করে, কেউ যদি ফোন তুলতে না চাইত, তাহলে তো সাইলেন্ট করে দিত৷ কিন্তু, তা যখন হচ্ছে না তখন অন্য ব্যাপার নিশ্চই আছে৷
GRP-ও টয়লেটে গিয়ে দেখে ওই ঘটনা৷ ফোন বাজছে৷ কেউ তুলছে না৷ সকলে আলোচনা করে, কেউ যদি ফোন তুলতে না চাইত, তাহলে তো সাইলেন্ট করে দিত৷ কিন্তু, তা যখন হচ্ছে না তখন অন্য ব্যাপার নিশ্চই আছে৷
advertisement
5/7
অবশেষে GRP দরজায় ধাক্কা দেয়৷ প্রথমে কেউ দরজা খোলে না৷ অনেক ধাক্কাধাক্কি ও চেষ্টার পরে অবশেষে খোলে সেই দরজা৷ দেখা যায়, এক ব্যক্তি হাতে ৩টে মোবাইল ফোন নিয়ে বসে রয়েছে৷ তার পোশাক আশাক দেখে বুঝতে বাকি থাকে না, সে ওই ফোনগুলোর মালিক নয়৷
অবশেষে GRP দরজায় ধাক্কা দেয়৷ প্রথমে কেউ দরজা খোলে না৷ অনেক ধাক্কাধাক্কি ও চেষ্টার পরে অবশেষে খোলে সেই দরজা৷ দেখা যায়, এক ব্যক্তি হাতে ৩টে মোবাইল ফোন নিয়ে বসে রয়েছে৷ তার পোশাক আশাক দেখে বুঝতে বাকি থাকে না, সে ওই ফোনগুলোর মালিক নয়৷
advertisement
6/7
ধৃত ব্যক্তি জানায়, সে বারবাঁকি জেলার বাসিন্দা৷ নাম ধীরজ৷ ট্রেনে সে ঘুমন্ত যাত্রী বা ট্রেন থেকে ওঠানামার সময়ে যাত্রীদের কাছ থেকে ফোন চুরি করত৷ কিন্তু, এর মধ্যে একটা ফোন এমনই দামি ছিল যে, সে কিছুতেই সেটার ফাংশন বুঝতে পারছিল না৷ তাই স্যুইচঅফ ও করতে পারছিল না৷ আর ফোনের মালিক বারবার নিজের ফোনে ফোন করছিল৷
ধৃত ব্যক্তি জানায়, সে বারবাঁকি জেলার বাসিন্দা৷ নাম ধীরজ৷ ট্রেনে সে ঘুমন্ত যাত্রী বা ট্রেন থেকে ওঠানামার সময়ে যাত্রীদের কাছ থেকে ফোন চুরি করত৷ কিন্তু, এর মধ্যে একটা ফোন এমনই দামি ছিল যে, সে কিছুতেই সেটার ফাংশন বুঝতে পারছিল না৷ তাই স্যুইচঅফ ও করতে পারছিল না৷ আর ফোনের মালিক বারবার নিজের ফোনে ফোন করছিল৷
advertisement
7/7
ট্রেন ও রেলস্টেশনে চুরি, ডাকাতি, মাদক পাচার বন্ধ করতে এবং দুর্বৃত্তদের গ্রেপ্তারের জন্য জিআরপি অভিযান চালাচ্ছে। এই সময় স্টেশনগুলিতে ট্রেনগুলিতে ক্রমাগত টহল দেওয়া হচ্ছে। ট্রেন আসার এবং ছাড়ার সময় প্ল্যাটফর্মগুলিতে টহল বাড়ানো হচ্ছে। এই সময় চারবাগ স্টেশনের বাথরুম থেকে একসাথে বেশ কয়েকটি মোবাইল ফোন বাজানোর শব্দ আসছিল। ঘণ্টাটি পুরো সময় ধরে বাজছিল, কিন্তু তা তোলা হচ্ছিল না।
ট্রেন ও রেলস্টেশনে চুরি, ডাকাতি, মাদক পাচার বন্ধ করতে এবং দুর্বৃত্তদের গ্রেপ্তারের জন্য জিআরপি অভিযান চালাচ্ছে। এই সময় স্টেশনগুলিতে ট্রেনগুলিতে ক্রমাগত টহল দেওয়া হচ্ছে। ট্রেন আসার এবং ছাড়ার সময় প্ল্যাটফর্মগুলিতে টহল বাড়ানো হচ্ছে। এই সময় চারবাগ স্টেশনের বাথরুম থেকে একসাথে বেশ কয়েকটি মোবাইল ফোন বাজানোর শব্দ আসছিল। ঘণ্টাটি পুরো সময় ধরে বাজছিল, কিন্তু তা তোলা হচ্ছিল না।
advertisement
advertisement
advertisement