IIT Kharagpur: আইআইটি খড়্গপুরে জার্মানির হামবোল্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের দল! হঠাত্ কেন?
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
আইআইটি খড়্গপুরের চিন্তাভাবনা, অধ্যাপক, গবেষক, পড়ুয়াদের উদ্ভাবনী আবিষ্কার এবং সম্মিলিতভাবে বার্লিন হামবোল্ট বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগ।
খড়্গপুরে হাজির জার্মানির অধ্যাপকেরা। হঠাৎ কী ঘটল আইআইটি খড়্গপুরে? ভারতের প্রাচীনতম প্রতিষ্ঠানে হঠাৎ জার্মানির বার্লিনের প্রতিনিধিদের আগমন কেন? কারণ জানলে অবাক হবেন আপনিও। এবার শুধু ভারতবর্ষ নয়, প্রতি বিশ্বের কোনায় কোনায় পৌঁছে যাবে আইআইটি খড়্গপুরের উদ্বাবনী ভাবনা। এবার তাই শিক্ষা ব্যবস্থা, গবেষণা এবং উদ্ভাবনী ভাবনায় সহায়তা করবে বার্লিনের হামবোল্ট বিশ্ববিদ্যালয়। আইআইটি খড়্গপুরের সঙ্গে যৌথভাবে এই উদ্যোগ নিয়েছে জার্মানির এই বিশ্ববিদ্যালয়। (তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
ইন্দো-জার্মান একাডেমিক সহযোগিতা জোরদার করতে বিশেষ উদ্যোগ আইআইটি খড়্গপুর এবং বার্লিনের হামবোল্ট বিশ্ববিদ্যালয়। আইআইটি খড়গপুর সফরে অংশ নেন বার্লিনের এই বিশ্ববিদ্যালয়ের বিশেষ প্রতিনিধি দল। ঘুরে দেখেন আইআইটি খড়্গপুরের একাধিক বিভাগ। পড়াশোনা, গবেষণা এবং উদ্ভাবনী নানা চিন্তা ভাবনায় সহযোগিতা করতে যৌথভাবে কাজ করবে আইআইটি খড়্গপুর এবং বার্লিনের হামবোল্ট বিশ্ববিদ্যালয়। ইতিমধ্যেই আইআইটি খড়্গপুরের ডিরেক্টর সুমন চক্রবর্তীর সঙ্গে বিশেষ বৈঠক করেছেন তারা। (তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
বার্লিন হামবোল্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ক্রিশ্চিয়ান উলরিচস এবং গবেষক ডঃ ইঙ্গা মেউইস। এদিন আইআইটি খড়গপুর সফরে এসে তাদের আইআইটির বিভিন্ন বিভাগ তাদের গবেষণা সংক্রান্ত নানা পদক্ষেপ ঘুরে দেখেন। আইআইটি খড়গপুরের ডিরেক্টর অধ্যাপক সুমন চক্রবর্তী, অন্যান্য অধ্যাপকদের সঙ্গে সমৃদ্ধ আলোচনায় অংশ নিয়েছিলেন তারা। (তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
আইআইটি খড়গপুর সূত্রে খবর, এই আলোচনায় যৌথ গবেষণার সুযোগ, একাডেমিক বিনিময় কর্মসূচি এবং দীর্ঘমেয়াদী প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব গড়ে তোলার উপর দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। বিশেষ করে স্টার্ট আপ এবং ইন্টার একাডেমিক বিষয়ে বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।। এই সফর এর মধ্য দিয়ে ভারত-জার্মান একাডেমিক সহযোগিতা সম্প্রসারণ, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সহযোগিতামূলক গবেষণার মাধ্যমে বিশ্বব্যাপী প্রভাব তৈরি করা।(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
advertisement