চার বছরে বেতন বাবদ উপার্জন করেছেন ৫৬ লক্ষ টাকা৷ অথচ গত পাঁচ বছরে কলকাতা পুরসভার সেই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের নামে বেনামে রয়েছে প্রায় ৬ কোটি টাকার সম্পত্তি! কলকাতা পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পার্থ চোঙদারকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা৷ ২০২৩ সালে পুরসভার এই আধিকারিকের বাড়িতে অভিযান চালিয়েছিলেন দুর্নীতি দমন শাখার আধিকারিকরা৷ সেই তল্লাশিতেই ২০১৭ থেকে ২০২১-এর মধ্যে ওই ইঞ্জিনিয়ারের নামে বেনামে প্রায় ৫ কোটি ৮৬ লক্ষ টাকার সম্পত্তির সন্ধান মেলে৷
Last Updated: November 09, 2025, 02:27 IST