Snake: বাড়িতে বা বাড়ির আশপাশে থাকলে এখনই সরিয়ে ফেলুন! এই ৫ জিনিসই ‘ডেকে আনে’ সাপকে, ঘরে ঢুকে আসবে বিষধর
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Snake: বিশেষজ্ঞরা বলেন বেশ কিছু জিনিস আকর্ষণ করে সাপকে। বাড়িতে বা বাড়ির আশপাশে এই জিনিসগুলি থাকলে দূরে থাকবে সাপ।
ঝোপঝাড়ে, বাড়ির আনাচে কানাচে আড়ালে লুকিয়ে থাকে। নি:শব্দে হানা দেয় সাপ। বিষধর সাপের কামড়ে মুহূর্তে মৃত‍্যু ঘটতে পারে। এই ভয়ঙ্কর প্রাণীটি মানুষের সংস্পর্শ যত দূরে রাখা যায়, ততই মঙ্গল। তবে বিশেষজ্ঞরা বলেন বেশ কিছু জিনিস আকর্ষণ করে সাপকে। বাড়িতে বা বাড়ির আশপাশে এই জিনিসগুলি থাকলে দূরে থাকবে সাপ।
advertisement
advertisement
advertisement
জলাশয় এবং তার চারপাশের উদ্ভিদ:বাগানে থাকা পুকুর এবং ছোট জলাশয়ে থাকা বিভিন্ন প্রাণী সাপকে আকর্ষণ করে। যেমন জলাশয়ের ব‍্যাঙ। ব‍্যাঙ সাপের অন‍্যতম প্রিয় খাদ‍্য। ফলে ব‍্যাঙ বাড়িতে বা বাড়ির আশপাশে থাকলে তার খোঁজে আসতে পারে সাপ। তাই সাপ তাড়াতে আগে ব‍্যাঙ তাড়ানো জরুরি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement