Nawsad Siddique: আপাতত গ্রেফতার করা যাবে না নওশাদ সিদ্দিকীকে! তৃণমূল নেতা খুনে হাইকোর্টে ‘বড়’ স্বস্তি আইএসএফ নেতার

Last Updated:

এদিন, আদালতে নওশাদ জানিয়েছেন, এই মামলার তদন্তের স্বার্থে তাঁকে ডেকে পাঠানো হয়েছিল৷ তিনি তদন্তে সহযোগিতা করেছেন৷ সব শুনে ডিভিশন বেঞ্চ জানায়, নওশাদের বিরুদ্ধে আপাতত জারি করা যাবে না কোনও গ্রেফতারি পরোয়ানা৷ তাছাড়া, নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজেও নওশাদ অংশগ্রহণ করতে পারবেন বলে জানায় আদালত৷

কলকাতা: পঞ্চায়েত ভোটের সময়ে আইএসএফ নেতা খুনে ভাঙড়ের তৃণমূলনেতা আরাবুল ইসলামকে গ্রেফতার করেছিল পুলিশ৷ কিন্তু, অসুস্থতার কারণ জানানো সত্ত্বেও এখনও পর্যন্ত জামিন মেলেনি তৃণমূলনেতার৷ এদিকে, সম্ভবত সেই আশঙ্কা থেকেই আগেভাগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী৷ এদিন ভাঙড়ে তৃণমূল কর্মী রাজু নস্কর খুনের মামলায় আগাম জামিন পেলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ আগাম জামিন দেয় তাঁকে।
গত বছর পঞ্চায়েত নির্বাচনেক সময় ২৬ মার্চ খুন হয়েছিলেন তৃণমূল নেতা রাজু নস্কর৷ সেই খুনের পিছনে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীও জড়িত ছিলেন বলে অভিযোগ ওঠে৷ নওশাদ সহ ৬৮ জনের বিরুদ্ধে কাশীপুর থানায় মামলা দায়ের করেন ভাঙড়-২ ব্লকের হাটগাছা গ্রামের বাসিন্দা ঋত্বিক নস্কর।
আরও পড়ুন: সন্দেশখালিতে ফের আগুন…বেড়মজুরে চরম উত্তেজনা! গ্রামে গ্রামে ঘুরে পরিস্থিতি সামলানোর চেষ্টায় রাজীব কুমার
এদিন, আদালতে নওশাদ জানিয়েছেন, এই মামলার তদন্তের স্বার্থে তাঁকে ডেকে পাঠানো হয়েছিল৷ তিনি তদন্তে সহযোগিতা করেছেন৷ সব শুনে ডিভিশন বেঞ্চ জানায়, নওশাদের বিরুদ্ধে আপাতত জারি করা যাবে না কোনও গ্রেফতারি পরোয়ানা৷ তাছাড়া, নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজেও নওশাদ অংশগ্রহণ করতে পারবেন বলে জানায় আদালত৷
advertisement
advertisement
আরও পড়ুন: ‘যে কোনও বাচ্চার মৃত্যু দুঃখজনক,’ চোপরা শিশুমৃত্যুতে বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের! মুখ্যসচিবকে দিলেন নির্দেশ
ঋত্বিক ও তাঁর শ্বশুর রাজু নস্কর পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা করানোর জন্য হাটগাছার কয়েকজন গ্রামবাসীকে নিয়ে ভাঙড়-২ ব্লকের দিকে যাচ্ছিলেন। ঋত্বিকের অভিযোগ, নওশাদ বাহিনীর হামলার মুখে পড়েন তাঁরা। তিনি পালিয়ে যেতে পারলেও তাঁর শ্বশুরকে পিটিয়ে মারা হয়। এই ঘটনায় নওশাদকে মূল অভিযুক্ত করে এফআইআর দায়ের করেন ঋত্বিক।
advertisement
এই অভিযোগের ভিত্তিতে নওশাদের বিরুদ্ধে ৩০২ ধারায় মামলা দেওয়া হয়। মাঝে তাঁকে ভবানী ভবনে তলব করে জিজ্ঞাসাবাদও করে সিআইডি। নওশাদের আইনজীবী ফিরদৌস শামিম কলকাতা হাই কোর্টে জামিনের আবেদন করেন। শুক্রবার সেই আবেদন মঞ্জুর হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Nawsad Siddique: আপাতত গ্রেফতার করা যাবে না নওশাদ সিদ্দিকীকে! তৃণমূল নেতা খুনে হাইকোর্টে ‘বড়’ স্বস্তি আইএসএফ নেতার
Next Article
advertisement
Mamata Banerjee: বিধানসভা ভোটের আগে পাখির চোখ কোন তিন প্রকল্প? জেলাশাসকদের বড় নির্দেশ মমতার
বিধানসভা ভোটের আগে পাখির চোখ কোন তিন প্রকল্প? জেলাশাসকদের বড় নির্দেশ মমতার
  • বিধানসভা ভোটের আগে তিন সরকারি প্রকল্পে বাড়তি গুরুত্ব মুখ্যমন্ত্রীর৷

  • নবান্নের বৈঠকে জেলাশাসকদের নির্দেশ৷

  • বাংলার বাড়ি, পথশ্রী, আমাদের পাড়া-আমাদের সমাধানে বাড়তি নজর মমতার৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement