Narkeldanga Fire: অগ্নিকাণ্ডের দায় কার? তৃণমূল কাউন্সিলরকে নিয়ে অভিযোগ মেয়রের কাছে, নারকেলডাঙায় তুমুল উত্তেজনা

Last Updated:

Narkeldanga Fire: শনিবার রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ড নারকেলডাঙায়। ভস্মীভূত হয় বস্তি এলাকার অন্তত ৪০ টি ঝুপড়ি।

অগ্নিকাণ্ডের দায় কার? তৃণমূল কাউন্সিলরকে নিয়ে অভিযোগ মেয়রের কাছে, নারকেলডাঙায় তুমুল উত্তেজনা
অগ্নিকাণ্ডের দায় কার? তৃণমূল কাউন্সিলরকে নিয়ে অভিযোগ মেয়রের কাছে, নারকেলডাঙায় তুমুল উত্তেজনা
নারকেলডাঙা: শনিবার রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ড নারকেলডাঙায়। ভস্মীভূত হয় বস্তি এলাকার অন্তত ৪০ টি ঝুপড়ি। কিন্তু এই ভয়াবহ অগ্নিকাণ্ডের দায় কার? স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দমকল দেরিতে আসাতেই আগুনের গ্রাসে এতগুলি ঝুপড়ি। রবিবার পথে নেমে নিজেদের ক্ষোভ উগরে দিলেন বাসিন্দারা। পরে ঘটনাস্থলে পৌঁছন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
ফিরহাদ ঘটনাস্থলে পৌঁছানোর পরেই উত্তেজনা আরও বৃদ্ধি পায়। মেয়রের কাছে স্থানীয় কাউন্সিলর সচিন সিংহের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেন এলাকাবাসী। এমনকী স্থানীয় বাসিন্দাদের সঙ্গে হাতাহাতিতে জড়ান কাউন্সিলরের অনুগামীরা। কাউন্সিলরের পক্ষে এবং কাউন্সিলরের বিরোধী গোষ্ঠীর মধ্যে ঝামেলা শুরু হয়।
advertisement
advertisement
দুই পক্ষকে নিরস্ত্র করতে বেগ পেতে হয় পুলিশকে। স্থানীয় এক বাসিন্দা অভিযোগ জানিয়ে বলেন, ‘‘মানিকতলা থেকে দমকল আসতে কতক্ষণ লাগে, ১০ মিনিট। জেনে শুনে এক দেড় ঘণ্টা পর দমকল এসেছে।’’
প্রসঙ্গত, শনিবার রাত ১০ টা নাগাদ আগুন লাগে বলে জানা গিয়েছে। ভোর চারটের সময় দমকলের ১৬ টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিদগ্ধ হয়ে মৃত এক প্রৌঢ়। ৫৫ বছর বয়সী হাবিবুল্লা মোল্লার দেহ মেলে ধ্বংসস্তূপ থেকে।
advertisement
সূত্রের খবর, রাস্তার ধারে থাকা একটি পিকআপ ভ্যান এবং ট্রাকেও আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে সে দু’টি গাড়ি। স্থানীয়দের নিরাপদ জায়গায় নিয়ে আসা হয়। জানা গিয়েছে, প্রচুর দাহ্য পদার্থ থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যায় পড়তে হয় দমকলকর্মীদের।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Narkeldanga Fire: অগ্নিকাণ্ডের দায় কার? তৃণমূল কাউন্সিলরকে নিয়ে অভিযোগ মেয়রের কাছে, নারকেলডাঙায় তুমুল উত্তেজনা
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement