Narendra Modi on Tmc: তৃণমূলের সরকার ‘অক্ষম’! পশ্চিমবঙ্গে পা দেওয়ার আগেই বেনজির কটাক্ষ, যা লিখলেন মোদি

Last Updated:

বৃহস্পতিবার থেকে শুরু হবে প্রধানমন্ত্রী মোদির দু’দিনের ৫ রাজ্য সফর৷ সফর চলাকালীন একাধিক রোড শো থেকে শুরু করে বিভিন্ন জনসভা করার কথা তাঁর৷ এই জনসভাগুলি থেকে আবারও তিনি পাকিস্তানকে জোরাল বার্তা দেবেন বলে মনে করা হচ্ছে৷

News18
News18
নয়াদিল্লি: ২৯ মে, বৃহস্পতিবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আলিপুরদুয়ারে একটি বিজেপি কর্মী জনসভায় যোগ দেওয়ার কথা তাঁর৷ রাজ্যে আসার আগেই এই কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন মোদি৷ শুধু তাই নয়, পোস্টে রাজ্য সরকার তৃণমূলকে একহাত নিতেও ছাড়লেন না৷ এদিকে মোদির আসার আগেই আলিপুরদুয়ারের উন্নয়নের আখ্যান ধরে ভিডিও প্রচারের কর্মসূচি গ্রহণ করেছে তৃণমূলও৷
বৃহস্পতিবার থেকে শুরু হবে প্রধানমন্ত্রী মোদির দু’দিনের ৫ রাজ্য সফর৷ সফর চলাকালীন একাধিক রোড শো থেকে শুরু করে বিভিন্ন জনসভা করার কথা তাঁর৷ এই জনসভাগুলি থেকে আবারও তিনি পাকিস্তানকে জোরাল বার্তা দেবেন বলে মনে করা হচ্ছে৷
প্রধানমন্ত্রী মোদি ২৯ মে সকাল ১০:৪৫ মিনিটে প্রথমে সিকিমে অবতরণ করবেন এবং সিকিম রাজ্য প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পালজোর স্টেডিয়ামে একটি জনসভা করবেন। তারপর ২৯ মে বিকেলে, তিনি আসবেন পশ্চিমবঙ্গে৷ সেখানে আলিপুরদুয়ারে একটি জনসভায় যোগ দেওয়ার কথা তাঁর।
advertisement
advertisement
এদিন মোদি তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, ‘আগামিকাল দুপুরে আমি পশ্চিমবঙ্গের বিজেপি জনসভায় উপস্থিত থাকব৷ গত এক দশক ধরে কেন্দ্রের এনডিএ সরকারের নানা প্রকল্প পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের ভাল লেগেছে৷ একইসঙ্গে, তাঁরা তৃণমূলের দুর্নীতিগ্রস্ত এবং অক্ষম প্রশাসন নিয়েও বিরক্ত এবং ক্লান্ত৷’ আসার আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করলেন মোদি, মঞ্চ থেকে তিনি কোন কোন বিষয় নিয়ে কথা বলেন, তা অবশ্য আগামিকালই বোঝা যাবে৷
advertisement
বৃহস্পতিবার আলিপুরদুয়ারের জনসভার পরে সন্ধ্যায় পটনার বিমানবন্দর থেকে বিহার বিজেপির সদর দফতর পর্যন্ত একটা বিশাল রোড শো করবেন মোদি। বিকেল ৫টার দিকে পটনায় অবতরণ করবেন, নতুন বিমানবন্দর উদ্বোধন করবেন, জনসাধারণের উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং তারপর এক ঘণ্টারও বেশি সময় ধরে চলবে এই রোড শো।
advertisement
বৃহস্পতিবার রাতে পটনাতেই থাকার কথা তাঁর৷ তারপর ৩০ মে সকালে প্রধানমন্ত্রী বিহারের ভক্তিয়ারপুরে একটি বিশাল সমাবেশে যোগ দেবেন। প্রসঙ্গত, এই বছরের শেষের দিকে বিহারে নির্বাচন।
এরপর, প্রধানমন্ত্রী মোদি ৩০ মে বিকেলে কানপুর যাবেন এবং পহেলগাঁও হামলায় নিহত শুভম দ্বিবেদির পরিবারের সাথে দেখা করবেন। প্রধানমন্ত্রী মোদি কানপুরের সিএসএ গ্রাউন্ডে একটি জনসভাও করবেন বলে জানা গিয়েছে।
advertisement
আগামী ৩১ মে-ও ভোপালে একটি জনসভায় যোগ দেবেন তিনি৷ এটি সম্পূর্ণ মহিলাদের সমাবেশ হবে৷ অপারেশন সিঁদুরের প্রেক্ষাপটে তাই এই সমাবেশ বিশেষ তাৎপর্যপূর্ণ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Narendra Modi on Tmc: তৃণমূলের সরকার ‘অক্ষম’! পশ্চিমবঙ্গে পা দেওয়ার আগেই বেনজির কটাক্ষ, যা লিখলেন মোদি
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement