Nandini Chakraborty: রাজ্যের নতুন মুখ্যসচিব হলেন নন্দিনী চক্রবর্তী! বাংলার প্রথম মহিলা মুখ্যসচিব নন্দিনী, মনোজ পন্থও পেলেন নতুন দায়িত্ব
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Nandini Chakraborty: ৩১ ডিসেম্বর, অর্থাৎ বুধবার ছিল মনোজ পন্থের মুখ্যসচিব হিসেবে মেয়াদের শেষ দিন।
কলকাতা: রাজ্যের নয়া মুখ্যসচিব হলেন নন্দিনী চক্রবর্তী। আর বর্তমান মুখ্যসচিব মনোজ পন্থ হলেন মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি। আর এই সিদ্ধান্তের পরই রাজ্যের প্রথম মহিলা বাঙালি মুখ্যসচিব হলেন নন্দিনী। এদিকে, স্বরাষ্ট্র দফতরের সচিব পর্যায়েক দ্বায়িত্ব সামলাবেন জগদীশ প্রসাদ মিনা।
৩১ ডিসেম্বর, অর্থাৎ বুধবার ছিল মনোজ পন্থের মুখ্যসচিব হিসেবে মেয়াদের শেষ দিন। জল্পনা ছিল, তাঁর জায়গায় কে বসবেন তা নিয়ে। বুধবার জানা গেল, সেই পদে বসছেন নন্দিনী চক্রবর্তী।
advertisement
advertisement
প্রসঙ্গত, গত জুন মাসে মুখ্যসচিব পদে মেয়াদ শেষ হয়েছিল মনোজ পন্থের। কিন্তু সেই সময়ে কেন্দ্রীয় সরকার তাঁর মেয়াদ ৬ মাসের জন্য বাড়িয়েছিল। সেই অনুযায়ী ৩১ ডিসেম্বরই তাঁর পদে থাকার শেষ দিন ছিল। সূত্রের খবর, এবারও তাঁর মেয়াদ বাড়ানোর জন্য চিঠি পাঠানো হয়েছিল। কিন্তু তা হয়নি। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন নতুন মুখ্যসচিব হিসেবে নন্দিনী চক্রবর্তীকে দায়িত্ব দেওয়ার।
advertisement
২০২৬-এর ভোটের আগে বড় দায়িত্ব পেলেন ১৯৯৪ ব্যাচের আইএএস নন্দিনী চক্রবর্তী। অন্যদিকে ২০০৪ ব্যাচের আইএএস অফিসার জগদীশ মিনার ওপরও ভরসা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 31, 2025 8:04 PM IST










