কালীপুজোয় দাম কত হবে জিনিসপত্রের? পুলিশকে একগুচ্ছ নির্দেশ নবান্নের, জেলায় জেলায়!
- Published by:Tias Banerjee
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
কালীপুজো ও দীপাবলীর আগে নবান্ন দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা ও দূষণ নিয়ন্ত্রণে কড়া নজরদারির নির্দেশ দিল; কলকাতা ও শহরতলীতে বিশেষ অভিযান চলবে!
কালীপুজো ও দীপাবলীর আগে রাজ্যজুড়ে দ্রব্যমূল্য বৃদ্ধি ও আইনশৃঙ্খলা নিয়ে কড়া নজরদারির নির্দেশ দিল নবান্ন। বৃহস্পতিবার প্রায় ৪৫ মিনিট ধরে মুখ্য সচিব ও রাজ্য পুলিশের ডিজি সমস্ত জেলার জেলাশাসক, পুলিশ সুপার ও শহরের পুলিশ কমিশনারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। সেই বৈঠকেই একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।
মুখ্য সচিব বৈঠকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন— কালীপুজো ও দীপাবলীর সময় দ্রব্যমূল্য যাতে নিয়ন্ত্রণে থাকে, সেদিকে কঠোর নজর রাখতে হবে। প্রয়োজনে বাজারে বাজারে অভিযান আরও বাড়াতে হবে। তিনি বলেন, “এখনও দাম নিয়ন্ত্রণে রয়েছে, তবে উৎসবের সময় বিশেষ নজরদারি রাখতে হবে। কোনওভাবে কৃত্রিম মূল্যবৃদ্ধি হতে দেওয়া যাবে না।”
advertisement
advertisement
এছাড়াও ছটপুজো পর্যন্ত জনসমাগম নিয়ন্ত্রণেও প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। ভিড় নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ, যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখা এবং কোনও প্রকার বিশৃঙ্খলা যাতে না ঘটে, সেদিকেও কঠোর নির্দেশ দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি।
দূষণ নিয়ন্ত্রণেও রাজ্য সরকার কঠোর মনোভাব নিয়েছে। মুখ্য সচিব জানান, উৎসবের সময় শব্দ ও বায়ুদূষণ রোধে পুলিশের নজরদারি আরও বাড়াতে হবে। বিশেষত কলকাতা ও শহরতলীর বহুতল আবাসনগুলিতে বেআইনি বাজি বা শব্দদূষণ হচ্ছে কি না, তা নিয়ে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
নবান্ন সূত্রে খবর, উৎসবের মরশুমে জেলাশাসক ও পুলিশ সুপারদের সমন্বয়ে ক্রমাগত পর্যবেক্ষণ চালানো হবে। প্রয়োজনে স্থানীয় বাজার ও জনসমাগম এলাকায় হঠাৎ অভিযানও হতে পারে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
October 17, 2025 7:10 PM IST