কালীপুজোয় দাম কত হবে জিনিসপত্রের? পুলিশকে একগুচ্ছ নির্দেশ নবান্নের, জেলায় জেলায়!

Last Updated:

কালীপুজো ও দীপাবলীর আগে নবান্ন দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা ও দূষণ নিয়ন্ত্রণে কড়া নজরদারির নির্দেশ দিল; কলকাতা ও শহরতলীতে বিশেষ অভিযান চলবে!

News18
News18
কালীপুজো ও দীপাবলীর আগে রাজ্যজুড়ে দ্রব্যমূল্য বৃদ্ধি ও আইনশৃঙ্খলা নিয়ে কড়া নজরদারির নির্দেশ দিল নবান্ন। বৃহস্পতিবার প্রায় ৪৫ মিনিট ধরে মুখ্য সচিব ও রাজ্য পুলিশের ডিজি সমস্ত জেলার জেলাশাসক, পুলিশ সুপার ও শহরের পুলিশ কমিশনারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। সেই বৈঠকেই একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।
মুখ্য সচিব বৈঠকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন— কালীপুজো ও দীপাবলীর সময় দ্রব্যমূল্য যাতে নিয়ন্ত্রণে থাকে, সেদিকে কঠোর নজর রাখতে হবে। প্রয়োজনে বাজারে বাজারে অভিযান আরও বাড়াতে হবে। তিনি বলেন, “এখনও দাম নিয়ন্ত্রণে রয়েছে, তবে উৎসবের সময় বিশেষ নজরদারি রাখতে হবে। কোনওভাবে কৃত্রিম মূল্যবৃদ্ধি হতে দেওয়া যাবে না।”
advertisement
advertisement
এছাড়াও ছটপুজো পর্যন্ত জনসমাগম নিয়ন্ত্রণেও প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। ভিড় নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ, যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখা এবং কোনও প্রকার বিশৃঙ্খলা যাতে না ঘটে, সেদিকেও কঠোর নির্দেশ দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি।
দূষণ নিয়ন্ত্রণেও রাজ্য সরকার কঠোর মনোভাব নিয়েছে। মুখ্য সচিব জানান, উৎসবের সময় শব্দ ও বায়ুদূষণ রোধে পুলিশের নজরদারি আরও বাড়াতে হবে। বিশেষত কলকাতা ও শহরতলীর বহুতল আবাসনগুলিতে বেআইনি বাজি বা শব্দদূষণ হচ্ছে কি না, তা নিয়ে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
নবান্ন সূত্রে খবর, উৎসবের মরশুমে জেলাশাসক ও পুলিশ সুপারদের সমন্বয়ে ক্রমাগত পর্যবেক্ষণ চালানো হবে। প্রয়োজনে স্থানীয় বাজার ও জনসমাগম এলাকায় হঠাৎ অভিযানও হতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
কালীপুজোয় দাম কত হবে জিনিসপত্রের? পুলিশকে একগুচ্ছ নির্দেশ নবান্নের, জেলায় জেলায়!
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement