Nabanna: ঘন জনবসতিপূর্ণ এলাকায় বাজি তৈরিতে "না" নবান্নের
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
জেলাশাসক, পুলিশ সুপারদের বাজি নিয়ে একাধিক কড়া নির্দেশ দেন মুখ্য সচিব
কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগরা সফরে যাওয়ার কয়েক ঘণ্টা আগেই শুক্রবার জরুরি বৈঠকে বসলেন মুখ্য সচিব। বাজি নিয়ে রাজ্যের সমস্ত জেলাশাসক, পুলিশ সুপারদের নিয়ে জরুরি বৈঠকে শুক্রবার বসেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। জেলাশাসক, পুলিশ সুপারদের বাজি নিয়ে একাধিক কড়া নির্দেশ দেন মুখ্য সচিব বলে নবান্ন সূত্রে খবর।
ঘন জনবসতিপূর্ণ এলাকায় যাতে বাজি তৈরি না হয় সেই বিষয়টি পুলিশকে নিশ্চিত করতে বলেন। পাশাপাশি বাজি তৈরির জন্য নির্দিষ্ট জমি বা জায়গার ব্যবস্থা করা যায় নাকি, সেই বিষয়টিও খতিয়ে দেখতে বলেন জেলাশাসকদের। পাশাপাশি যাঁরা বাড়িতে বাজি বানাচ্ছেন, তাঁদের অন্য কোথাও স্থানান্তর করা যায় না কি, তাও দেখতে হবে বলে এদিনের বৈঠকে জানান মুখ্য সচিব।
advertisement
শুক্রবারের বৈঠকে মুখ্য সচিব জেলাশাসক, পুলিশ সুপারদের বলেন, ”বাজি বানানোর জন্য নির্দিষ্ট জায়গা দেওয়া যায় নাকি সেটিও আপনাদের দেখতে হবে।” তিনি এও বলেন, ঘন জনবসতিপূর্ণ এলাকায় যাতে বাজি তৈরি না হয়, সেই বিষয়টি নিশ্চিত করতে হবে পুলিশকে। বেআইনি বাজি উদ্ধার অভিযান চালিয়ে যেতে হবে। লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে। এদিনের বৈঠকে মুখ্য সচিব পুলিশকে প্রশ্ন করেন, ” আপনারা কী ব্যবস্থা নিচ্ছেন বেআইনি বাজি উদ্ধারে?”
advertisement
advertisement
শুক্রবারের বৈঠকে মুখ্য সচিব পূর্ব মেদিনীপুরের এসপি-র থেকে জানতে চান ”তদন্ত কত দূর ?” গোয়েন্দা বিভাগকে আরও সজাগ হওয়ার নির্দেশ দেন মুখ্য সচিব। বলেন, ”আপনাদের জেলার অধীনে গোয়েন্দা বিভাগগুলিকে আরও সজাগ করুন। কোথায়-কোথায় বেআইনি বাজি তৈরি হচ্ছে, সে সম্পর্কে আরও খোঁজখবর করতে হবে।”
চলতি সপ্তাহেই রাজ্য পুলিশের ডিজি ও এডিজি আইন শৃঙ্খলা প্রত্যেকটি জেলার পুলিশ সুপারদের নিয়ে বৈঠক করেছিলেন বাজি নিয়ে। সেই বৈঠকে বেআইনি বাজি উদ্ধার নিয়ে কেন নবান্নে খবর আসছে না? তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। পাশাপাশি বেআইনি বাজি উদ্ধার অভিযান চালিয়ে যাবারও নির্দেশ দেওয়া হয়েছিল। শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুরের এগরায় যাবেন। এগরা বিস্ফোরণ কাণ্ডে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিহত পরিবারের সদস্যদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 26, 2023 9:27 PM IST








