Nabanna Abhijan: নবান্ন অভিযানকে কেন্দ্র করে মারাত্মক সব অভিযোগ, ৫ FIR দায়ের পুলিশের!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:Rounak Dutta Chowdhury
Last Updated:
Nabanna Abhijan: নবান্ন অভিযানকে কেন্দ্র করে ৫টি এফআইআর দায়ের কলকাতা পুলিশের। ৪টি নিউ মার্কেট থানায় এবং ১টি হেয়ার স্ট্রিট থানায়।
কলকাতা: নবান্ন অভিযানকে কেন্দ্র করে ৫টি এফআইআর দায়ের কলকাতা পুলিশের। ৪টি নিউ মার্কেট থানায় এবং ১টি হেয়ার স্ট্রিট থানায়। এফআইআর-এ নাম রয়েছে রাজনৈতিক দলের বেশ কয়েকজন নেতা এবং সমর্থকদের।
হাইকোর্টের নির্দেশ অমান্য করে আর.আর. অ্যাভিনিউতে না গিয়ে পার্ক স্ট্রিটের দিকে মিছিল নিয়ে যাওয়ার জন্য হেয়ার স্ট্রিট থানার এফআইআর করা হয়েছে। পাশাপাশি, অন্য রাজনৈতিক দলের ‘রাখি’ স্টলে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য।
আরও পড়ুন: কলকাতা মেট্রোয় বড় পোস্টে চাকরির সুবর্ণ সুযোগ, কারা আবেদন করতে পারবেন? রইল বিশদে
পুলিশ কনস্টেবলকে মারধর। হকার্স ইউনিয়নের অফিস ভাঙচুর। সংবাদকর্মীর ক্যামেরা নষ্ট ও তাঁকে জোরপূর্বক আটক রাখার জন্য। ৪টি এফআইআর দায়ের করা হয়েছে নিউ মার্কেট থানায়।
advertisement
advertisement
আরও পড়ুন: লাইন দিয়ে কাদা কিনছেন লোকজন, বিক্রি হচ্ছে ভালই দামে! কেন? কাটোয়ার কাণ্ড শুনলে মাথা ঘুরে যাবে
সমস্ত জায়গার ক্লোজড সার্কিট ক্যামেরার ফুটেজ-সহ বিভিন্ন ভিডিও ফুটেজ ক্ষতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এই ঘটনার সঙ্গে কারা যুক্ত চিহ্নিত করণের কাজ করছে কলকাতা পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 11, 2025 2:53 PM IST