Bangla News: লাইন দিয়ে কাদা কিনছেন লোকজন, বিক্রি হচ্ছে ভালই দামে! কেন? কাটোয়ার কাণ্ড শুনলে মাথা ঘুরে যাবে

Last Updated:
Bangla News: ৫ টাকা দামে বিক্রি হচ্ছে নদীর ধারের কাদা। শোনার পর অবিশ্বাস্য লাগলেও কাটোয়ায় এটাই এখন সেরা বিক্রির তালিকায়। কারণ কী জানেন?
1/7
শ্রাবণ মাসের ২৪ তারিখ কাটোয়া শহর ভরে ওঠে ভক্তিতে আর ভিড়ে। বর্ধমান থেকে হাজার হাজার মানুষ ছুটে আসেন ভাগীরথীর জল তুলতে।
শ্রাবণ মাসের ২৪ তারিখ কাটোয়া শহর ভরে ওঠে ভক্তিতে আর ভিড়ে। বর্ধমান থেকে হাজার হাজার মানুষ ছুটে আসেন ভাগীরথীর জল তুলতে।
advertisement
2/7
২৫ শ্রাবণ, মোটা শিবের আবির্ভাব দিবস বলে সেই জল ঢালা হয় শিবলিঙ্গে। বছরের এই দু’দিন কাটোয়ায় উৎসবের রঙে ভক্তির স্রোত বয়ে যায়।
২৫ শ্রাবণ, মোটা শিবের আবির্ভাব দিবস বলে সেই জল ঢালা হয় শিবলিঙ্গে। বছরের এই দু’দিন কাটোয়ায় উৎসবের রঙে ভক্তির স্রোত বয়ে যায়।
advertisement
3/7
মরিঘাটে মালা, প্রসাদ, চা সবই চলছে জমজমাট। কিন্তু এর মাঝেই দেখা গেল এক নতুন ব্যবসা, কাদার ঢেলা বিক্রি!
মরিঘাটে মালা, প্রসাদ, চা সবই চলছে জমজমাট। কিন্তু এর মাঝেই দেখা গেল এক নতুন ব্যবসা, কাদার ঢেলা বিক্রি!
advertisement
4/7
মাত্র ৫ টাকা পিসে বিক্রি হচ্ছে নদীর ধারের কাদা। শোনার পর অবিশ্বাস লাগলেও কাটোয়ায় এটাই এখন সেরা বিক্রির তালিকায়।
মাত্র ৫ টাকা পিসে বিক্রি হচ্ছে নদীর ধারের কাদা। শোনার পর অবিশ্বাস লাগলেও কাটোয়ায় এটাই এখন সেরা বিক্রির তালিকায়।
advertisement
5/7
বিক্রেতা মধুসূদন চট্টরাজ বলেন, “ঘটের মুখ ঢাকতে কাদামাটি লাগে। কিন্তু নদীর জল বেড়ে যাওয়ায় কেউ তুলতে পারছে না। আমি আগে তুলে রেখেছিলাম, এখন সেটাই বিক্রি করছি।”
বিক্রেতা মধুসূদন চট্টরাজ বলেন, “ঘটের মুখ ঢাকতে কাদামাটি লাগে। কিন্তু নদীর জল বেড়ে যাওয়ায় কেউ তুলতে পারছে না। আমি আগে তুলে রেখেছিলাম, এখন সেটাই বিক্রি করছি।”
advertisement
6/7
ভক্তদেরও উপায় নেই। বর্ধমান থেকে আসা এক ভক্ত হেসে বলেন, “কী করব, কাদা না পেলে ঘট ঢাকব কীসে? ৫ টাকা দিয়ে কিনতেই হচ্ছে।”
ভক্তদেরও উপায় নেই। বর্ধমান থেকে আসা এক ভক্ত হেসে বলেন, “কী করব, কাদা না পেলে ঘট ঢাকব কীসে? ৫ টাকা দিয়ে কিনতেই হচ্ছে।”
advertisement
7/7
এ যেন কাটোয়ার নিজস্ব স্টার্টআপ, বিনা বিনিয়োগে ব্যবসা, আর পুঁজির নাম কাদা! ভক্তি আর বুদ্ধি মিলিয়ে কাটোয়ায় কাদার ঢেলাই হয়ে উঠেছে উৎসবের আসল হাইলাইট।
এ যেন কাটোয়ার নিজস্ব স্টার্টআপ, বিনা বিনিয়োগে ব্যবসা, আর পুঁজির নাম কাদা! ভক্তি আর বুদ্ধি মিলিয়ে কাটোয়ায় কাদার ঢেলাই হয়ে উঠেছে উৎসবের আসল হাইলাইট।
advertisement
advertisement
advertisement