Mid Day Meal: বাংলায় ১০০ কোটির দুর্নীতি অভিযোগ! সময় ৪ সপ্তাহ, মতামত চাইল কেন্দ্র
- Published by:Suvam Mukherjee
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Mid Day Meal: এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলেই দাবি করেছেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু।
কলকাতা: রাজ্যের বিরুদ্ধে মিড ডে মিল প্রকল্পে ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ এনেছে কেন্দ্র। ছয় মাসে এই দুর্নীতি হয়েছে বলেই দাবি করা হয়েছে কেন্দ্রকে পেশ করা মিড ডে মিল নিয়ে গঠিত জয়েন্ট রিভিউ মিশনের রিপোর্টে। যদিও এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলেই দাবি করেছেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু।
মিড ডে মিল দুর্নীতির গন্ধ পেয়ে সম্প্রতি তদন্তে গিয়েছিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের জয়েন্ট রিভিউ মিশন। সেই দলের তরফে পেশ করা রিপোর্টে জানানো হয়েছে গত বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে ১৬ কোটি মিড ডে মিল অতিরিক্ত দেখানো হয়েছে। অর্থাৎ বাড়তি খরচ দেখানো হয়েছে ১০০ কোটি টাকা।
চলতি বছরের ৩০ শে জানুয়ারি থেকে ৬ই ফেব্রুয়ারির মধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্ত ঘুরে ওই দলের জমা দেওয়া রিপোর্টে বলা হয়েছে গত অর্থ বর্ষের প্রথম দুই মাসিক রিপোর্টে রাজ্য সরকার কেন্দ্রকে জানায় ওই ছয় মাসে পড়ুয়াদের ১৪০.২৫ কোটি মিড ডে মিল খাওয়ানো হয়েছে।
advertisement
advertisement
কিন্তু জেলা প্রশাসন রাজ্যকে রিপোর্ট দিয়ে জানিয়েছিল ওই সময়ে ১২৪.২২ কোটি মিল পড়ুয়াদের দেওয়া হয়েছে। অর্থাৎ ১৬ কোটি বেশি মিড ডে মিল কেন্দ্রকে দেখিয়েছে রাজ্য। মিশনে রিপোর্ট অনুযায়ী অতিরিক্ত দেখানো এই ১৬ কোটি মিড ডে মিলের অর্থ মূল্য প্রায় ১০০ কোটি টাকা। ইতিমধ্যেই জয়েন্ট রিভিউ মিশনের পেশ করা এই রিপোর্টের ভিত্তিতে রাজ্যের থেকে মতামত চেয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক বলেই সূত্রের খবর।
advertisement
নবান্ন সূত্রে খবর, আগামী চার সপ্তাহের মধ্যেই এই মতামত চাওয়া হয়েছে রাজ্য স্কুল শিক্ষা দফতরের কাছ থেকে। চার সপ্তাহের আগেই সেই মতামত পাঠানোর তোড়জোড় শুরু করেছে রাজ্য স্কুল শিক্ষা দফতর। স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর বৃহস্পতিবার বা শুক্রবার এর মধ্যেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রককে মতামত পাঠাচ্ছে রাজ্য। মূলত যে আর্থিক দুর্নীতির অভিযোগ গুলি তোলা হয়েছে সেই বিষয়টি খারিজ করে উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রকে মতামত দিতে চলেছে রাজ্য বলে সূত্রের খবর।
advertisement
পাশাপাশি রাজ্যের তরফে দেওয়া সুপারিশগুলিও মানা হয়নি বলেও রিপোর্টে উল্লেখ করতে চলেছে স্কুল শিক্ষা দফতর। বুধবারই এই বিষয় নিয়ে বিস্তারিত সাংবাদিক সম্মেলন করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সাংবাদিক সম্মেলন করে শিক্ষা মন্ত্রী জানান, "১০০ কোটির দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন। জেলাগুলি থেকে প্রাপ্ত তথ্য ও হিসেব রাজ্য কেন্দ্রকে দিয়েছে। মিড ডে মিলের আওতাভুক্ত পড়ুয়ার সংখ্যা এক কোটি ২৪ লক্ষ হলেও, তা খায় ১ কোটি ১৬ লক্ষ পড়ুয়া। সেটাই জয়েন্ট রিভিউ মিশনকে জানানো হয়েছে।"
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 13, 2023 12:47 PM IST