Ed Raid: বিরাট অভিযানে ইডি, ১৫ জায়গায় রেইড! এখনও পর্যন্ত বাজেয়াপ্ত ২০০ কোটির বেশি সম্পত্তি

Last Updated:

Ed Raid: সূত্রের খবর, আতিকের সঙ্গে যুক্ত সেই ব্যক্তিরা ইডি-র টার্গেটে রয়েছেন, যারা কালো টাকাকে সাদা করার র‌্যাকেটের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।

বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত
বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত
প্রয়াগরাজ: মাফিয়া ডন আতিক আহমেদের উপর চাপ বাড়াতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) অর্থ পাচারের মামলায় প্রয়াগরাজে অভিযান চালিয়েছে। বুধবার সকালে আতিকের নিকটাত্মীয়দের ১৫টি স্থানে অভিযান চালানো হয়। এই অভিযানে এখনও পর্যন্ত ২০০ কোটি টাকার বেশি মূল্যের বেনামি সম্পত্তি ইডি-র রাডারে রয়েছে। আতিকের অর্থদাতা বলা হয় যাকে, সেই খলিফ জাফরের বাড়িতেও এই অভিযান চলছে।
বুধবার সকাল সাতটা থেকে সমস্ত জায়গায় একযোগে অভিযান শুরু করে ইডি। সূত্রের খবর, আতিকের সঙ্গে যুক্ত সেই ব্যক্তিরা ইডি-র টার্গেটে রয়েছেন, যারা কালো টাকাকে সাদা করার র‌্যাকেটের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। ইডি এই সমস্ত লোকের বেনামি সম্পত্তির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।
advertisement
advertisement
এই অভিযানে বিপুল পরিমাণ নগদ অর্থ ছাড়াও বিদেশি মুদ্রা, গহনা, বিলাসবহুল গাড়ি ও গুরুত্বপূর্ণ নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এই পদক্ষেপ কতটা বড়, তা অনুমান করা যায় যে ইডি-র যুগ্ম পরিচালক জিতেন্দ্র কুমার সিংও প্রয়াগরাজ পৌঁছে গিয়েছেন। তার তত্ত্বাবধানে অভিযানের পুরো কার্যক্রম চলছে।
advertisement
উল্লেখযোগ্য বিষয় হল এই মামলায় ব্যবস্থা নেওয়ার আগে ইডি গোপনে আতিক আহমেদের ঘনিষ্ঠদের সম্পর্কে তথ্য সংগ্রহ করেছিল। এর পরেই জাফর খান, হানিফ, সোহলাত খান এবং গুল খান সহ বর্তমান ও প্রাক্তন সিএ-রাও ইডির স্ক্যানারে এসেছেন।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Ed Raid: বিরাট অভিযানে ইডি, ১৫ জায়গায় রেইড! এখনও পর্যন্ত বাজেয়াপ্ত ২০০ কোটির বেশি সম্পত্তি
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement