মিশন ২০১৭, বিক্রির হার ১০ শতাংশ ছাড়াতে বদ্ধপরিকর মার্সিডিজ

Last Updated:

২০১৭-এ ভারতের বাজারে ‘ডাবল ডিজিট’ ব্যবসা বৃদ্ধিতে বদ্ধপরিকর সংস্থা ৷

#কলকাতা: লাক্সারি গাড়ি নির্মাতাদের তালিকায় যুগ যুগ ধরে নিজেদের সুনাম বজায় রেখেছে জার্মান গাড়ি নির্মাতা সংস্থা মার্সিডিজ বেঞ্জ ৷ সেলসের দিক থেকে বিচার করলে ভারতের বাজারে বিলাসবহুল গাড়ির সেগমেন্টেও গত কয়েক বছরে ফলাফল যথেষ্ট ভাল মার্সিডিজের ৷ তবে ২০১৬ সালটা ভারতে গাড়ি ব্যবসার জন্য মোটেই ভাল যায় নি ৷ দিল্লিতে ডিজেল-চালিত গাড়ি বাতিল থেকে শুরু করে নোট বাতিল, সব কিছুরই প্রভাব ব্যাপকভাবে পড়েছিল দেশের গাড়ি ব্যবসার ক্ষেত্রেও ৷ গাড়ি ব্যবসায় অটোমোবাইল সংস্থাগুলির বৃদ্ধির হারও কমে যায় অনেকাংশেই ৷ এই তালিকায় বাদ যায়নি মার্সিডিজও ৷ আর্থিক বছরের প্রথম আট মাস সংস্থার গাড়ি বিক্রির হার বেশ কিছুটা কমে যায় ৷ যদিও তার পরিমাণ খুব বেশি নয় ৷ ২০১৫-র তুলনায় গত বছর ১.৮ শতাংশ গাড়ি বিক্রির হার কমে মার্সিডিজের ৷ কিন্তু ডিসেম্বরের পর থেকেই পরিস্থিতির কিছুটা উন্নতি হতে শুরু করেছে বলে দাবি মার্সিডিজ বেঞ্জ ইন্ডিয়ার ৷ এবছর তাই আরও বেশি গাড়ি বিক্রির আশায় বুক বেঁধেছে সংস্থা ৷ ২০১৭-এ ভারতের বাজারে ‘ডাবল ডিজিট’ ব্যবসা বৃদ্ধিতে বদ্ধপরিকর সংস্থা ৷
এর পাশাপাশি পরিবেশ রক্ষায় আরও বেশি কার্যকর স্টেজ-৬ (বিএস-৬) দূষণ বিধি সহায়ক গাড়িও ভারতের বাজারে আনতে তৈরি মার্সিডিজ বেঞ্জ ৷ ভারতে সংস্থার লাক্সারি সেগমেন্টে সবচেয়ে দামি ‘ই-ক্লাস’ গাড়ি বিক্রির পরিমাণও গত কয়েকবছরে অনেক বেশি ৷ সংস্থার দাবি, ভারতে তাদের বিক্রি হওয়া গাড়ির ৪৩ শতাংশই ই-ক্লাস ৷ তবে বিএস-৬ চালু করতে গাড়ির ইঞ্জিন-সহ সমস্ত যন্ত্রাংশেরই বেশ কিছু বদল ঘটাতে হবে ৷ এর জন্য মার্সিডিজ ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে বলে দাবি সংস্থার ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
মিশন ২০১৭, বিক্রির হার ১০ শতাংশ ছাড়াতে বদ্ধপরিকর মার্সিডিজ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement