মিশন ২০১৭, বিক্রির হার ১০ শতাংশ ছাড়াতে বদ্ধপরিকর মার্সিডিজ
Last Updated:
২০১৭-এ ভারতের বাজারে ‘ডাবল ডিজিট’ ব্যবসা বৃদ্ধিতে বদ্ধপরিকর সংস্থা ৷
#কলকাতা: লাক্সারি গাড়ি নির্মাতাদের তালিকায় যুগ যুগ ধরে নিজেদের সুনাম বজায় রেখেছে জার্মান গাড়ি নির্মাতা সংস্থা মার্সিডিজ বেঞ্জ ৷ সেলসের দিক থেকে বিচার করলে ভারতের বাজারে বিলাসবহুল গাড়ির সেগমেন্টেও গত কয়েক বছরে ফলাফল যথেষ্ট ভাল মার্সিডিজের ৷ তবে ২০১৬ সালটা ভারতে গাড়ি ব্যবসার জন্য মোটেই ভাল যায় নি ৷ দিল্লিতে ডিজেল-চালিত গাড়ি বাতিল থেকে শুরু করে নোট বাতিল, সব কিছুরই প্রভাব ব্যাপকভাবে পড়েছিল দেশের গাড়ি ব্যবসার ক্ষেত্রেও ৷ গাড়ি ব্যবসায় অটোমোবাইল সংস্থাগুলির বৃদ্ধির হারও কমে যায় অনেকাংশেই ৷ এই তালিকায় বাদ যায়নি মার্সিডিজও ৷ আর্থিক বছরের প্রথম আট মাস সংস্থার গাড়ি বিক্রির হার বেশ কিছুটা কমে যায় ৷ যদিও তার পরিমাণ খুব বেশি নয় ৷ ২০১৫-র তুলনায় গত বছর ১.৮ শতাংশ গাড়ি বিক্রির হার কমে মার্সিডিজের ৷ কিন্তু ডিসেম্বরের পর থেকেই পরিস্থিতির কিছুটা উন্নতি হতে শুরু করেছে বলে দাবি মার্সিডিজ বেঞ্জ ইন্ডিয়ার ৷ এবছর তাই আরও বেশি গাড়ি বিক্রির আশায় বুক বেঁধেছে সংস্থা ৷ ২০১৭-এ ভারতের বাজারে ‘ডাবল ডিজিট’ ব্যবসা বৃদ্ধিতে বদ্ধপরিকর সংস্থা ৷
এর পাশাপাশি পরিবেশ রক্ষায় আরও বেশি কার্যকর স্টেজ-৬ (বিএস-৬) দূষণ বিধি সহায়ক গাড়িও ভারতের বাজারে আনতে তৈরি মার্সিডিজ বেঞ্জ ৷ ভারতে সংস্থার লাক্সারি সেগমেন্টে সবচেয়ে দামি ‘ই-ক্লাস’ গাড়ি বিক্রির পরিমাণও গত কয়েকবছরে অনেক বেশি ৷ সংস্থার দাবি, ভারতে তাদের বিক্রি হওয়া গাড়ির ৪৩ শতাংশই ই-ক্লাস ৷ তবে বিএস-৬ চালু করতে গাড়ির ইঞ্জিন-সহ সমস্ত যন্ত্রাংশেরই বেশ কিছু বদল ঘটাতে হবে ৷ এর জন্য মার্সিডিজ ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে বলে দাবি সংস্থার ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 11, 2017 12:11 PM IST