চোখ দিয়ে গড়িয়ে পড়ছে জল, বিড়বিড় করে জপছেন ভগবানের নাম! এ কোন মানিক? হাঁ হয়ে গেল আদালত
- Published by:Rachana Majumder
Last Updated:
প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় গত ১০ অক্টোবর মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।
#সৌরভ তিওয়ারি, কলকাতা: তিনি ছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি৷ ছিলেন তৃণমূল বিধায়কও৷ সেই মানিক ভট্টাচার্যেরই আজ চোখে জল৷ তাও ভরা আদালতে৷ শুনানি চলাকালীন কাঠগড়ায় দাঁড়িয়ে হাত জোড় করে ঠাকুরের মন্ত্র জপতেও দেখা গেল মানিক ভট্টাচার্যকে। তাঁর চোখে মুখে স্পষ্ট উদ্বেগ! যেন তাঁর শেষ ভরসা ঈশ্বর৷
প্রাথমিক টেট-এ নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে ইডি। বুধবার ব্যাঙ্কশালের বিশেষ আদালতে এই চার্জশিট পেশ করা হয়। চার্জশিটে নাম আছে মানিক ভট্টাচার্য ও তাঁর স্ত্রী এবং ছেলের। এছাড়াও, মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলের দুটি সংস্থা এবং মানিক ভট্টাচার্যের ছেলের দু'টি কনসালট্যান্সি ফার্মের নাম উল্লেখ রয়েছে। কাদের তরফ থেকে টাকা দেওয়া হতো, কে টাকা নিত, কারা লাভবান হত, সেই সমস্ত তথ্য যেমন উল্লেখ আছে, তেমনই টাকার পরিমাণ, বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টের খুঁটিনাটি সব রয়েছে চার্জশিটে।
advertisement
advertisement
প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় গত ১০ অক্টোবর মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। বৃহস্পতিবারই সেই গ্রেফতারির ৬০ দিন পূর্ণ হওয়ার কথা। তার আগেই সেই চার্জশিট পেশ করলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। ইডি সূত্রের দাবি, পার্থ-মানিক যোগসাজশেই প্রাথমিকে নিয়োগ দুর্নীতি হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 07, 2022 4:14 PM IST








