Manik Bhattacharya: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ! নিয়োগ দুর্নীতি কাণ্ডে হলফনামা জমা দিতে জেল থেকে সরাসরি আদালতে মানিক ভট্টাচার্য

Last Updated:

Manik Bhattacharya: মানিকের মেয়ে বাবার হয়ে হলফনামা জমা দেন। কিন্তু সেই হলফনামা গ্রাহ্য হয়নি আদালতে। তাই হলফনামা জমা দিতে এ বার সরাসরি মানিককে আনা হল।

আদালতে মানিক
আদালতে মানিক
কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি মানিক ভট্টাচার্যের দ্বিতীয়বার কলকাতা হাইকোর্টে আগমন। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপর মানিকের মেয়ে বাবার হয়ে হলফনামা জমা দেন। কিন্তু সেই হলফনামা গ্রাহ্য হয়নি আদালতে। তাই হলফনামা জমা দিতে এ বার সরাসরি মানিককে আনা হল।
২০১৪ সালে প্রাথমিকে শিক্ষক নিয়োগের মামলায় ওএমআর শিট নষ্ট করার অভিযোগ উঠেছিল মানিকের বিরুদ্ধে। কার নির্দেশে তা নষ্ট করা হয়েছিল, কীভাবে তা নষ্ট হয়, তা জানতে চেয়েই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মানিককে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।
advertisement
এর আগে মানিকের মেয়ে স্বাতী বাবার হয়ে হলফনামা জমা দিয়েছেন। বিচারপতি গঙ্গোপাধ্যায় সেই হলফনামা খারিজ করে দেন। জানান, মানিককেই হলফনামা জমা দিতে হবে। সেই নির্দেশ অনুযায়ী, বুধবার হলফনামা জমা দিতে প্রেসিডেন্সি জেল থেকে কলকাতা হাইকোর্টে নিয়ে যাওয়া হয় মানিককে।
advertisement
এদিন মানিক বলেন, ‘আমাকে অন্ধকারে রেখে সব নির্দেশ দিচ্ছে হাইকোর্ট। তাই সুপ্রিম কোর্ট সব নির্দেশে স্থগিতাদেশ দিচ্ছে। আমায় শুধুমাত্র ১০ মিনিট সময় দেওয়া হোক, তাহলেই হবে। সব ব্যাখা করে দেব।’ এদিন হাই কোর্টের ডেপুটি শেরিফের ঘরে তাঁকে বসানো হয়। সেখানেই হলফনামা সংক্রান্ত কাজ হয়।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Manik Bhattacharya: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ! নিয়োগ দুর্নীতি কাণ্ডে হলফনামা জমা দিতে জেল থেকে সরাসরি আদালতে মানিক ভট্টাচার্য
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement