Mamata SSKM: এসএসকেএমে মুখ্যমন্ত্রী! দেখা করলেন চিংড়িহাটা দুর্ঘটনায় আহতদের সঙ্গে, 'ট্রমা কেয়ার' নিয়ে মুখ খুললেন...
- Published by:Sanjukta Sarkar
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Mamata SSKM: দিল্লি থেকে সরাসরি এসএসকেএম পৌঁছেই চিংড়িঘাটা দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী।
#কলকাতা: এসএসকেএম হাসপাতালে গিয়েই চিংড়িহাটা দুর্ঘটনার আহতদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ভয়াবহ পথ দুর্ঘটনায় চিংড়িহাটায় জখম হন ৫ জন। জানা যায়, একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পরপর বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা মারে। ঘাতক গাড়িটি ধাক্কা মারে কয়েকজন পথচারীকেও। পথচারীদের ধাক্কা মেরে গাড়িটি গিয়ে শেষমেশ আটকায় গার্ড রেলে। ঘটনায় ৫ জন গুরুতর জখম হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিন দিল্লি থেকে সরাসরি এসএসকেএম পৌঁছেই আহতদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, "আজ একটি দুর্ঘটনায় এক মাদকাসক্ত যুবক সাত আটজনকে ধাক্কা। তাঁরা অবশ্য ভালো টেক কেয়ার পাচ্ছেন। আমি দেখতে গিয়েছিলাম। ট্রমা কেয়ারটা কষ্ট করে করেছি। দুপুরে ভর্তি হয়েছে। এখনও ব্যান্ডেজ হয়নি দেখলাম কিছু ক্ষেত্রে।"
পরে চিংড়িহাটার ঘটনায় একটি ট্যুইট করে শোক প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটে তিনি জানান আহতদের সঙ্গে দেখা করার বিষয়ে বিস্তারিত।
advertisement
advertisement
I am saddened by the unfortunate road accident in Chingrighata. GoWB has taken strict action against the errant driver. The injured have been admitted to Govt. Hospitals & are being treated free of charge. I visited them at SSKM Trauma Care Centre today. (1/2)
— Mamata Banerjee (@MamataOfficial) December 8, 2022
advertisement
চারদিনের দিল্লি সফর শেষ করে বৃহস্পতিবারই কলকাতা পৌঁছেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে যান এসএসকেএম হাসপাতালে। এদিন রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় একাধিক প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসকেএম হাসপাতাল থেকে বিকেল সাড়ে চারটের সময় ভার্চুয়ালি কয়েকটি নতুন পরিষেবার উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর এসএসকেম হাসপাতালে ১০০ টি শয্যা বিশিষ্ট পেডিয়াট্রিক মেডিসিন ডিপার্টমেন্টের নতুন ভাবে সংস্কার করা প্রকল্পের উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রীর। পাশাপাশি স্পোর্টস মেডিসিন পরিষেবারও উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রীর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 08, 2022 4:49 PM IST