Gujarat Swearing In || Gujarat Results 2022: গুজরাতে পদ্মরাজ লাগাতার ৭ বার! ১২ ডিসেম্বর শপথ ভূপেন্দ্রর, থাকবেন মোদি-শাহ
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Gujarat Swearing In || Gujarat Results 2022: ভেঙে গেল অতীতের যাবতীয় রেকর্ড। মোদি-শাহের গুজরাতে গেরুয়া ঝড়ে কার্যত খড়কুটোর মতো উড়ে গেল কংগ্রেস।
#নয়াদিল্লি: গুজরাত বিধানসভ নির্বাচনে রেকর্ড আসনে জিতে গুজরাতে আবারও সরকার গড়ছে বিজেপি। মোদি-শাহের গুজরাতে গেরুয়া ঝড়ে কার্যত খড়কুটোর মতো উড়ে গেল কংগ্রেস। আগামী ১২ ডিসেম্বর মুখ্যমন্ত্রী পদে দ্বিতীয়বার শপথ নেবেন ভূপেন্দ্র প্যাটেল। ভূপেন্দ্র প্যাটেল ১২ ডিসেম্বর দুপুর ২টোয় শপথ নেবেন গুজরাটের মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শপথ অনুষ্ঠানে অংশ নেবেন। এমনটাই জানিয়েছেন গুজরাতের রাজ্য বিজেপি প্রধান সিআর পাটিল।
Gujarat CM will take oath at 2pm on 12th December. PM Modi and Union Home Minister Amit Shah will take part in the oath ceremony: State BJP Chief CR Patil pic.twitter.com/xEaCv7GaUo
— ANI (@ANI) December 8, 2022
advertisement
২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে আজ যেন সেমিফাইনাল। আড়াই দশকেরও বেশি সময় পরে, এখনও কি মোদি-শাহের রাজ্যে অব্যাহত গেরুয়ার দাপট। উত্তরটা অবশ্যই, হ্যাঁ। শেষ পাওয়া খবর অনুযায়ী, গুজরাতে ১৫৭টি আসনে এগিয়ে বিজেপি। আর, এদিকে ২০-র কোটাও টপকাতে পারেনি কংগ্রেস। তুলনায়, কেজরির আম আদমি পার্টির ফল মোটের উপর ভাল। প্রথমবার গুজরাতে লড়ে ঝুলিতে ৪টে আসন ভরতে পেরেছে আপ।
advertisement
Gujarat Assembly poll results: BJP shatters all electoral records with leads in 150 plus seats
Read @ANI Story | https://t.co/wS0dvcPkdM#GujaratElection2022 #GujaratElectionResults #BJP pic.twitter.com/yGBwMVdo8h — ANI Digital (@ani_digital) December 8, 2022
১৯৯৫ সালের পরে বিগত ২৭ বছর ধরে গুজরাত বিধানসভায় টানা ক্ষমতায় থেকেছে পদ্ম শিবির। এবারে, তাঁদের আসন সংখ্যা ২০০২-এর রেকর্ডকেও ছাপিয়ে গেছে। ২০০২ সালে ১৮২ আসনের মধ্যে ১২৭ আসন জিতেছিল মোদি-শাহের বিজেপি। বাইশে সেই সংখ্যা ঘোরাফেরা করছে ১৬০ আসনের আশপাশে।
advertisement
নিজের আসন ঘাটলোদিয়া থেকে এক লক্ষেরও বেশি ভোটে জিতেছেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্রভাই পটেল। বিক্রমনগরে আপ প্রতিদ্বন্দ্বীর সঙ্গে নাগাড়ে টক্কর দেওয়ার পরে শেষে জয় ছিনিয়ে নিয়েছেন হার্দিক প্যাটেলও। জামনগর উত্তর থেকে জয়ী ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী তথা বিজেপি প্রার্থী রিভাবা জাদেজা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 08, 2022 3:02 PM IST